Viral Video: ফটোগ্রাফারের ক্যামেরা চুরি করে তা ফেরতও দিয়ে গেল সিংহী, ভিডিয়ো নেটপাড়ায় ঝড় তুলছে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 10, 2023 | 7:53 PM

Viral Video Today: যে ব্যক্তির ক্যামেরা চুরি হয়েছিল, তিনি মিশরের একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বয়স তাঁর 38 বছর, নাম আহমেদ গালাল। বাস করেন সংযুক্ত আরব আমিরশাহিতে। আহমেদের ক্যামেরাতেই ধরা পড়েছে দুর্লভ এই ভিডিয়োটি। তিনি যখন কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজ়ার্ভে ছিলেন, সেই সময়েই ঘটেছিল ঘটনাটি।

Viral Video: ফটোগ্রাফারের ক্যামেরা চুরি করে তা ফেরতও দিয়ে গেল সিংহী, ভিডিয়ো নেটপাড়ায় ঝড় তুলছে
ক্যামেরা চুরি করে তা ফিরিয়ে দিল সিংহী।

Follow Us

Latest Viral Video: অবাক করা একটা ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেনিয়ার জঙ্গলে এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ক্যামেরা চুরি করে পালিয়ে যায় একটি সিংহী। পুরো ঘটনাটি ধরা পড়েছে চুরি যাওয়া সেই ক্যামেরাতেই। সে কীভাবে ট্রাইপড সমেত ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে গেল, তা নিয়ে তারপর কীভাবে দৌড়ল, সেই সব কিছু ধরা পড়েছে এবং ভাইরালও হয়েছে ব্যাপক ভাবে। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হল, ক্যামেরাটি চুরি করে নিয়ে গিয়ে আবার তা ফিরিয়েও দিয়ে যায় সিংহী। আর সেই কারণেই তো ভিডিয়োটি এখন জনসমক্ষে এসেছে।

যে ব্যক্তির ক্যামেরা চুরি হয়েছিল, তিনি মিশরের একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বয়স তাঁর 38 বছর, নাম আহমেদ গালাল। বাস করেন সংযুক্ত আরব আমিরশাহিতে। আহমেদের ক্যামেরাতেই ধরা পড়েছে দুর্লভ এই ভিডিয়োটি। তিনি যখন কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজ়ার্ভে ছিলেন, সেই সময়েই ঘটেছিল ঘটনাটি। তিনি সেখানে বন্যপ্রাণীদের ভিডিয়ো শুট করতে গিয়েছিলেন।


LaDbible-এর রিপোর্ট অনুযায়ী, আহমেদ কেনিয়ায় একটি একাকী সিংহী দেখেছিলেন। তিনি সিংহীর ফুটেজ তাঁর ক্যামেরায় রেকর্ড করতে চেয়েছিলেন। আর সেই কারণেই ক্যামেরাটি লুকিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন, ওই সিংহ আসবে আর ক্যামেরায় ধরা দেবে। কিন্তু সেখানে যে এমন কাণ্ড ঘটে যাবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। সিংহী এসে তাঁর ক্যামেরার সামনে তো দাঁড়ালই, আবার তা নিয়ে কিছুক্ষণের জন্য চলেও গেল, পরক্ষণেই আবার তা ফিরিয়েও দিল।

ভিডিয়োটি শুরু হয় ওই সিংহীর জঙ্গলে হাঁটা দিয়ে। ক্যামেরাটি বেশ কিছুক্ষণ সেখানে রাখা ছিল স্রেফ সিংহী যাতে ধরা দেয়, সেই কারণেই। ফটোগ্রাফারের পরিকল্পনামাফিক সিংহী সেখানে তড়িঘড়ি চলে আসে এবং ক্যামেরাটির লেন্স চেপে সেটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। খুব সম্ভবত এটিকে সে খাবার জিনিস মনে করে প্রাথমিক ভাবে। কিন্তু পরবর্তীতে যখন সে বোঝে, এটা তার কাজের নয় সেটিকে ফিরিয়ে দেয় ফটোগ্রাফারের কাছে।

Next Article