Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। তেমনই একটি মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একজন বিদেশী ব্যক্তি তার ছোট বাচ্চার সঙ্গে বিহারী ভাষায় কথা বলছে। প্রথমে আপনাকে যা অবাক করবে তা হল, অন্য দেশের লোক হয়ে স্পষ্ট বিহারী ভাষায় কথা বলছে। আর তা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। কিন্তু ভিডিয়োটি দেখার পরে আপনার হাসি থামবে না। তার সবচেয়ে বড় কারণ হল বাচ্চাটি বাবার (সেই ব্যক্তি) সঙ্গে খেলছিল। কিন্তু যখনই সে বিহারী ভাষা বলা শুরু করল, তখন সে আর তার বাবাকে চিনতে পারল না। সোজা হাঁটা দিল মায়ের কোলে। এই দৃশ্য দেখে আপনি হাসতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, একজন ইংরেজ লোক তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে অবসর সময়ে বসে ভিডিয়ো করছেন। তিনি বিহারী ভাষায় তার সন্তানের কাছে কিছু জিজ্ঞেস করেন, যা শুনে শিশুটি প্রথমে তার দিকে অদ্ভুত চোখে তাকায় এবং তারপর মুখ ঘুরিয়ে পাশে বসা তার মায়ের দিকে হাঁটা দেয়। এ কথা শুনে লোকটি হেসে বলেন, “সন্তানের মনে হচ্ছে তার বাবা পাগল হয়ে গিয়েছে।”
ভিডিয়োটি বেশ মজার। এটি ইউটিউবার ড্রু হিকস নিজেই তার Instagram অ্যাকাউন্ট indiadrew77 থেকে শেয়ার করেছেন। ভিডিয়োটি মাত্র 3 দিনে বিরাট লাইক পেয়েছে এবং 86 লাখেরও বেশি মানুষ এটি দেখেছে। 77 হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছে।