Latest Viral Video: সেই ডান্সিং আঙ্কলের কথাটা আপনার মনে আছে? সঞ্জীব শ্রীবাস্তব নামের যে ব্যক্তি গোবিন্দার গানে নেচে ভুবন ভুলিয়েছিলেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে ‘আপ কে আ জানে সে’ গানে নেচে তিনি রাতারাতি ইন্টারনেটের সেনসেশন হয়ে গিয়েছিলেন। এবার সেই ডান্সিং আঙ্কেলের মতোই রাতারাতি নেটাগরিকদের মনের গহীন কোণে জায়গা করে নিয়েছে ছোট্ট ছেলেটি। তবে এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পিছনে রয়েছে আরও একটি কারণ। কী সেই কারণ, জেনেই নেওয়া যাক।
বাচ্চাটির নাম জানা যায়নি। ধুতি-কুর্তা পরে সে নাচছে গোবিন্দার ‘আপ কে আ জানে সে’ গানে। বিয়েবাড়িতে সেই ছোট্ট ছেলেটি এমনই আত্মবিশ্বাসের সঙ্গে নেচেছে, যে তাকে বাচ্চার থেকেও বেশি নাচের এক্সপার্ট মনে হয়েছে। এতটাই কনফিডেন্সের সঙ্গে সে নাচছিল যে, বাধাবিপত্তিরাও তার সামনে থেকে দূরে চলে যাচ্ছিল। বাচ্চাটির সেই আত্মবিশ্বাসই আপনার মন জয় করে নেবে।
কিন্তু সেই সময়ই হুট করে পড়ে যায় বাচ্চা ছেলেটি। কিন্তু তাতেও যেন তার ডোন্ট পরোয়া ভাব। সঙ্গে সঙ্গে উঠে আবার নাচতে শুরু করে দেয় সে। আর এই নাদুসনুদুস-ফুটফুটে ছেলেটা তার আত্মবিশ্বাসের পুরোটাই অর্জন করছিল তার মায়ের কাছ থেকে। কারণ, সে নীচে পড়ে যাওয়ার পর যেভাবে তার মা তাকে তুলল এবং পারফরম্যান্স কন্টিনিউ করার জন্য উৎসাহিত করল, তা মন কেড়ে নিতে বাধ্য যে কারও। তারপর মা-ছেলে দুজনে মিলেই নাচ শুরু করে দিল। মুহূর্তে সেই পারফরম্যান্স যেন সুপার এনার্জিটিক হয়ে গেল।
প্রত্যেকটা দিন সমান যায় না আমাদের। জীবনে চলার পথে চড়াই উতরাই লেগেই রয়েছে। কিন্তু তা বলে কী আমাদের জীবন থেমে থাকবে! কখনই না। সামান্য ব্যর্থতায় যদি কারও মন ভেঙে যায়, তাহলে এই ঘুরে দাঁড়ানোর জন্য এই ভিডিয়ো যথেষ্ট। গত 7 ফেব্রুয়ারি ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “মম অ্যান্ড সন”।
নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে নিজেদের আটকাতে পারেননি। কেউ হেসেছেন, কেউ বলেছেন, ‘সত্যিই শিক্ষনীয়।’। কেউ আবার যোগ করেছেন, “মা-ছেলের নাচ দেখে আমি ফ্যান হয়ে গিয়েছি।”