Viral Video: জামার ভিতরে কিং কোবরা লুকিয়ে রেখে খেলা করছে ছোট্ট ছেলে, ভিডিয়ো দেখে বড়দের চোখ কপালে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 09, 2023 | 2:18 PM

Latest Viral Video: বাচ্চাটিকে কখনও দেখা গেল, জামার ভিতর থেকে সাপটিকে বের করতে। কখনও আবার বাচ্চাটিকে দেখা গিয়েছে, সাপের ফণাটা চেপে ধরতে। ভয়ঙ্কর কাণ্ডটি নিজের চোখে একবার না দেখলে বুঝতে পারবেন না।

Follow Us

Latest Viral Video: সাপ দেখলে আমরা চমকে উঠি। টিভি বা মোবাইলের পর্দার সাপই আমাদের প্রচণ্ড ডরায়, সামনে দেখা তো দূরস্ত। কিন্তু কিছু মানুষ সাপ নিয়ে কী নির্ভয়ে তাদের নিয়ন্ত্রণ করেন, তা আমাদের অবাক করে। ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে মানুষের সঙ্গে সাপের নিবিড় সম্পর্কের অনেক ভিডিয়ো আমাদের এভাবে অবাক করেছে। তেমনই অনেক ভিডিয়ো আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়াতেও দেখে থাকি। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আমরা এমন অনেক ভিডিয়ো দেখেছি, যেখানে সাপকে আদর পর্যন্ত করেছেন মানুষ। এবার এক বাচ্চাকে দেখা গেল, তার জামায় বিশালাকার একটি কিং কোবরা লুকিয়ে রেখে তা নিয়ে রীতিমতো খেলা করতে। ইউটিউবের সেই ভিডিয়ো ভয়ঙ্কর ভাইরাল হয়েছে।

ইউটিউবে খবরওয়ানি নিউজ় নামক একটি চ্যানেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সাদা রঙের জামা পরে একটি বাচ্চা ছেলে সাপ নিয়ে খেলা করছে। তার মাথায় আবার গেরুয়ার রঙের একটি কাপড় পরানো। বাচ্চাটিকে কখনও দেখা গেল, জামার ভিতর থেকে সাপটিকে বের করতে। কখনও আবার বাচ্চাটিকে দেখা গিয়েছে, সাপের ফণাটা চেপে ধরতে। ভিডিয়োটা না দেখলে বুঝতে পারবেন না, ওই ছোট্ট ছেলেটি কী অবলীলায় বিরাট একটা সাপের সঙ্গে একপ্রকার ‘ছেলেখেলা’ করছে। সত্যি ভিডিয়োটা না দেখলে বুঝবেন না যে, কী ভয়ঙ্কর কাণ্ডটাই না ঘটিয়েছে ছেলেটি।

ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যেন, সাপ এবং বাচ্চা ছেলেটি দুজনেই একে অপরের সঙ্গে উপভোগ করছে। কারণ, বাচ্চাটি ওই সাপের সঙ্গে যতই খেলা করে, সাপটি কিন্তু তাতে এক ফোঁটাও বিরক্ত হয়নি। কারণ, বিরক্ত হলে তো সে নিশ্চয়ই ফোঁস করে উঠত। অকুতোভয় বাচ্চা ছেলের সাহসে নেটিজ়েনরা অবাক হয়ে গিয়েছেন।

ভিডিয়োটি বেশ কিছু দিনের পুরনো। তবে তা আবার নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো দেখার পর কেউ যেমন বাচ্চাটির প্রশংসা করেছেন, কেউ আবার সতর্কও করেছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর এক প্রকার আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল বলছেন, “বাচ্চাটির বাবা-মায়ের এই ব্যাপারটা ভাল করে দেখা উচিত। কারণ, ছোট্ট ছেলেটা যেভাবে সাপটাকে উত্যক্ত করছিল, তাতে যে কোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারত।”

কেউ আবার যোগ করেছেন, “আমার মনে হয়, ওই ছেলেটার বাবা কোনও রকম ভাবে সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত। আর সেই কারণে ছোট থেকেই বাড়িতে সাপদের দেখে আসছে বাচ্চাটি। তাই ওর মনে কোনও ভয়ও নেই।”

Latest Viral Video: সাপ দেখলে আমরা চমকে উঠি। টিভি বা মোবাইলের পর্দার সাপই আমাদের প্রচণ্ড ডরায়, সামনে দেখা তো দূরস্ত। কিন্তু কিছু মানুষ সাপ নিয়ে কী নির্ভয়ে তাদের নিয়ন্ত্রণ করেন, তা আমাদের অবাক করে। ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে মানুষের সঙ্গে সাপের নিবিড় সম্পর্কের অনেক ভিডিয়ো আমাদের এভাবে অবাক করেছে। তেমনই অনেক ভিডিয়ো আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়াতেও দেখে থাকি। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আমরা এমন অনেক ভিডিয়ো দেখেছি, যেখানে সাপকে আদর পর্যন্ত করেছেন মানুষ। এবার এক বাচ্চাকে দেখা গেল, তার জামায় বিশালাকার একটি কিং কোবরা লুকিয়ে রেখে তা নিয়ে রীতিমতো খেলা করতে। ইউটিউবের সেই ভিডিয়ো ভয়ঙ্কর ভাইরাল হয়েছে।

ইউটিউবে খবরওয়ানি নিউজ় নামক একটি চ্যানেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সাদা রঙের জামা পরে একটি বাচ্চা ছেলে সাপ নিয়ে খেলা করছে। তার মাথায় আবার গেরুয়ার রঙের একটি কাপড় পরানো। বাচ্চাটিকে কখনও দেখা গেল, জামার ভিতর থেকে সাপটিকে বের করতে। কখনও আবার বাচ্চাটিকে দেখা গিয়েছে, সাপের ফণাটা চেপে ধরতে। ভিডিয়োটা না দেখলে বুঝতে পারবেন না, ওই ছোট্ট ছেলেটি কী অবলীলায় বিরাট একটা সাপের সঙ্গে একপ্রকার ‘ছেলেখেলা’ করছে। সত্যি ভিডিয়োটা না দেখলে বুঝবেন না যে, কী ভয়ঙ্কর কাণ্ডটাই না ঘটিয়েছে ছেলেটি।

ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যেন, সাপ এবং বাচ্চা ছেলেটি দুজনেই একে অপরের সঙ্গে উপভোগ করছে। কারণ, বাচ্চাটি ওই সাপের সঙ্গে যতই খেলা করে, সাপটি কিন্তু তাতে এক ফোঁটাও বিরক্ত হয়নি। কারণ, বিরক্ত হলে তো সে নিশ্চয়ই ফোঁস করে উঠত। অকুতোভয় বাচ্চা ছেলের সাহসে নেটিজ়েনরা অবাক হয়ে গিয়েছেন।

ভিডিয়োটি বেশ কিছু দিনের পুরনো। তবে তা আবার নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো দেখার পর কেউ যেমন বাচ্চাটির প্রশংসা করেছেন, কেউ আবার সতর্কও করেছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর এক প্রকার আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল বলছেন, “বাচ্চাটির বাবা-মায়ের এই ব্যাপারটা ভাল করে দেখা উচিত। কারণ, ছোট্ট ছেলেটা যেভাবে সাপটাকে উত্যক্ত করছিল, তাতে যে কোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারত।”

কেউ আবার যোগ করেছেন, “আমার মনে হয়, ওই ছেলেটার বাবা কোনও রকম ভাবে সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত। আর সেই কারণে ছোট থেকেই বাড়িতে সাপদের দেখে আসছে বাচ্চাটি। তাই ওর মনে কোনও ভয়ও নেই।”

Next Article
Optical Illusion: প্রজাপতি নাকি অন্য কিছু? এই ছবি আপনার সম্পর্কে এক গোপন কথা বলবে
Viral Video: বিয়ের মণ্ডপে কনের সামনে বরকে জড়িয়ে ধরল এক মহিলা, বোরখা সরাতেই ধামাকা!