Personality Test: বন্ধু, প্রেমিক বা অভিভাবক— আমরা আমাদের নিকটস্থ মানুষজনের যতটাই নিকট হই না কেন, এই পৃথিবীটাকে আমরা প্রত্যেকে অন্যভাবে দেখি। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার এটাই সবথেকে আকর্ষণীয় দিক। তবে আপনি কেমন মানুষ, কীভাবে দুনিয়াটাকে দেখেন, আপনার দৃষ্টিভঙ্গি কেমন— এই সব কিছু জেনে নিতে পারেন একটা সহজ অপটিক্যাল ইলিউশন পরীক্ষার মধ্যে দিয়ে। বিশ্বের প্রতি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। এই বিশ্বের যে কোনও ক্রিয়ার বিপরীতে আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাই, তা আমাদের ধারণার উপরে সরাসরি প্রভাব ফেলে। আমাদের ইচ্ছে, আকঙ্খা, কামনা-বাসনা সব কিছুকে প্রভাবিত করে আমাদের দৃষ্টিভঙ্গি।
তবে এই পৃথিবীটাকে আপনি কীভাবে দেখেন, তা যাচাই করার নির্দিষ্ট কোনও প্রক্রিয়া নেই। যদিো কিছুটা হলেও আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনাকেই একটা ধারণা দিতে পারে কিছু অপটিক্যাল ইলিউশন। ঠিক যেমন এই ছবিটা। এটি একটি অপটিক্যাল ইলিউশন এবং তা আপনার ব্যক্তিত্ব পরীক্ষা করবে। পার্সোনালিটি টেস্টের এই ছবিটা থেকে আপনি একাধিক জিনিস দেখতে পাবেন। তবে প্রথমে আপনার নজরে যা আসবে, তা-ই বলে দেবে আপনি কীভাবে দেখেন আপনার চারপাশের দুনিয়াটাকে।
যদি বিড়াল দেখেন
এই ছবিতে যদি আপনি প্রথমে বিড়াল দেখেন, তাহলে পৃথিবীটা জয় করার সুপ্ত বাসনা রয়েছে আপনার মনের মধ্যে। আপনি অকুতোভয়, প্রাণশক্তি এবং ইচ্ছেশক্তির মেলবন্ধন আপনার জীবনের মূল চালিকাশক্তি। কারও দ্বারা বা কোনও জিনিসের দ্বারা এবং সর্বোপরি সমস্যার দ্বারা বাধাপ্রাপ্ত হতে পছন্দ করেন না আপনি। আপনার এই চিন্তাভাবনা ভাল। কিন্তু সবসময় এর দ্বারা সমস্যার সমাধান হয় না এবং শেষ পর্যন্ত আপনি বিভিন্ন কাজে বাধাপ্রাপ্ত হন। আপনি যা করতে চান, তা পাওয়ার অন্য কোনও উপায় রয়েছে কি না, আপনাকে সেটাও খুঁজে দেখতে হবে।
যদি প্রজাপতি দেখেন
আপনি যদি এখানে প্রথমে কোনও প্রজাপতি দেখতে পান, তাহলে গ্রহের অদৃশ্য শক্তিগুলির উপরে বিশ্বাস রয়েছে আপনার। আপনার ধারণা হল যে, আপনি যাই বলুন বা করুন না কেন, জিনিসটা যেমন করা বা হওয়া উচিত ছিল, তেমনই হয়েছে। আপনি কিছু অতিপ্রাকৃতিক জিনিস এবং ভাগ্যের উপরে বিশ্বাস করেন। আপনার এই বিশ্বাসের কারণেই আপনি সব কাজে সফল হতে পারেন না। তবে আপনি যদি যে কোনও কাজ নিজের মন থেকে করেন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবেই।
যদি একজন সন্ন্যাসীকে দেখেন
এই ছবিতে আপনি যদি প্রথমে কোনও সন্ন্যাসীকে দেখতে পান, তাহলে আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করেন। যদিও আপনার ইগোর সমস্যা নেই, আপনি অহংকারীও নন। কিন্তু আপনি আপনার সীমিত দৃষ্টিভঙ্গির বাইরে অনেক কিছুই দেখতে ব্যর্থ হন। আপনি কেবল সেই জিনিসগুলি নিয়েই ভাবেন, যেগুলি শেষ পর্যন্ত আপনার সাফল্যের পথে মূল বাধা হয়ে দাঁড়ায়। আপনার ক্ষুদ্র বৃত্তের বাইরেও লোকজনের সঙ্গে যোগাযোগ রাখুন, তাহলে জীবন আপনার কাছে এক অন্য অর্থ নিয়ে হাজির হবে।