আপনার বাড়ির ইলেকট্রিক কানেকশনের লাইন থেকে কখনও বেআইনি ভাবে বিদ্যুৎ চুরি করে কোথাও কানেকশন দেওয়া হয়েছে? আর এমনটা যিনি করেছেন, তাঁকে কি হাতেনাতে পাকড়াও করার সুযোগ হয়েছে আপনার? যদি হয়ে থাকে তাহলে টুইটে ভাইরাল হওয়া এই মজার ভিডিয়োর সঙ্গে দারুণভাবে ঘটনাক্রম মেলাতে পারবেন আপনি। সম্প্রতি টুইটারে একটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি বাড়ি থেকে ইলেকট্রিকের লাইন চুরি করতে এসেছেন এক যুবক। কিন্তু বেচারার কপাল খারাপ। কিছু করার আগে একদম হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন তিনি।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বুকে ভর দিয়ে মাটিতে প্রায় সরীসৃপের মতো চলে একটা গর্তের মুখের পাথর সরিয়ে এগিয়ে এসেছেন এক যুবক। তারপর ইট চাপা দেওয়া ইলেকট্রিকের লাইনের উপর থেকে অত্যন্ত সন্তর্পণে ইট সরিয়েছেন তিনি। হাতে ছিল তার কাটার যন্ত্র। মাঝে মাঝেই এদিক ওদিক তাকিয়ে দেখে নিচ্ছিলেন যুবক। আশপাশের কেউ তাঁকে নজর করছে কি না, সম্ভবত সেটাই বোঝার চেষ্টা করছিলেন। কিন্তু এত সতর্কতার পরেও লাভ হলো না। কারণ একবারও উপরের দিকে তাকাননি ওই যুবক।
দেখুন সেই ভিডিয়ো
वीडियो गाजियाबाद के मुरादनगर का है. pic.twitter.com/KFuhaWmhRs
— Varun Kumar (@bulandvarun) July 13, 2021
ভিডিয়ো দেখে অনুমান করা হয়েছে, যে ছাদের বা যে অংশের কার্নিশ লাগোয়া অঞ্চল থেকে ইলেকট্রিকের তার কাটাতে এসেছিলেন ওই যুবক তার পাশেই ছিল একটি ব্যালকনি। আর সেখান থেকেই যুবকের বিভিন্ন কাণ্ডকারখানা দেখছিলেন আর এক যুবক। ইট সরিয়ে যেই না প্রথমজন তার কাটার জন্য এগিয়েছেন, তখনই পাশ থেকে আর একজন বলে ওঠেন, ‘ভাই আমি তো এখানেই দাঁরিয়ে রয়েছি।’ নিমেষে যুবক বুঝে যান তিনি ধরা পরেছেন। কিন্তু তারপর তাঁর মুখের ভঙ্গি ছিল দেখার মতো। সেভাবে কিন্তু কাকুতি-মিনতিও করতে দেখা যায়নি যুবকটিকে। বরং কেমন ভাবলেশহীন হয়ে বোকা হাসি দিয়ে সরে গিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরে ঘটেছে এমন কাণ্ড। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বেআইনি ভাবে বিদ্যুৎ চুরির কথা শোনা যাচ্ছিল। এবার একদম হাতেনাতে পাকড়াও হয়েছে চোর। জানা গিয়েছে, যাঁর বাড়িতে ওই যুবক বিদ্যুতের লাইন কেটে চুরি করতে গিয়েছিলেন, তাঁর এক প্রতিবেশী এই ভিডিয়ো তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভিডিয়ো নিয়ে হাসি-মশকরা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন- Viral Video: চলন্ত গাড়ির বনেটে চড়ে ফটোশুট! বিয়ের কনেকে দিতে হল জরিমানা