Viral Video: চলন্ত গাড়ির বনেটে চড়ে ফটোশুট! বিয়ের কনেকে দিতে হল জরিমানা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 14, 2021 | 4:16 PM

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চলন্ত এসইউভির বনেটের উপর সেজেগুজে বসে রয়েছেন কনে। আর একটি চলন্ত মোটরসাইকেল থেকে ফটোশুট করছেন এক ফটোগ্রাফার।

Follow Us

বিয়ের ফটোশুটে নানা রকম মজার মুহূর্তের সাক্ষী থাকেন বর-কনে। শুধু যে বিয়ে দিন ছবি তোলা তা তো নয়, প্রি-ওয়েডিং, পোস্ট ওয়েডিং, বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানের, বিয়ের আগে-পরের সমস্ত বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে রাখতে চান নতুন বর-কনে। আর একুশ শতকে ওয়েটিং ফটোগ্রাফি মানেই রাজকীয় ব্যাপার। এক্ষেত্রে পাত্রপক্ষের তুলনায় একটু এগিয়ে থাকেন কনেরাই।

তবে এই বিয়ের পাত্রী এত বেশি অভিনব কায়দায় ফটোশুট করতে গিয়েছিলেন যে শেষ পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে তাঁকে। কারণ ওয়েডিং ফটোশুটের জন্য সটান এসইউভি গাড়ির বনেটে চড়ে বসেছিলেন তরুণী। কোভিড বিধিনিষেধ মানার কোনও বালাই নেই। মুখে নেই মাস্ক। এমনকি কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গাড়ির বনেটে চড়ে বসেছিলেন তরুণী। আজকাল বিয়েবাড়িতে বরের পাশাপাশি কনের আগমনও হয় বেশ ধামাকাদার। কিন্তু এবার বেশি চমক দিতে গিয়ে মোটা টাকা লোকসান হয়ে গিয়েছে পাত্রী পক্ষের। বছর তেইশের ওই তরুণীর কাণ্ডকারখানা এর মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, বিয়ের ভেন্যুতে যাওয়ার সময় এই ফটোশুট করেছিলেন তরুণী। পুণেতে ঘটেছে এই ঘটনা। পুণে-সাসওয়াড় রোডের ডাইভ ঘাট এলাকায় এই ফটোশুট করা হয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আর ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশের কাছে খবর চলে যায়। মহারাষ্ট্রে যেখানে করোনা এমন ভয়াবহ পরিস্থিতি, সেখানে কোভিড বিধিনিষেধ না মেনে দিব্যি মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছিলেন এই তরুণী। আর তার জেরেই জরিমানা দিতে হয়েছে তরুণীকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলেও শোনা গিয়েছে।

দেখুন সেই ভিডিয়ো

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চলন্ত এসইউভির বনেটের উপর সেজেগুজে বসে রয়েছেন কনে। আর একটি চলন্ত মোটরসাইকেল থেকে ফটোশুট করছেন এক ফটোগ্রাফার। জানা গিয়েছে, এই ঘটনার সময় উপস্থিত সকলের অর্থাৎ বিয়ের কনে, ভিডিয়োগ্রাফার, এসইউভিতে থাকা লোকজন এমনকি চালকেরও জরিমানা হয়েছে। কেউ নাকি মাস্ক পরেছিলেন না, এমনটাই জানিয়েছে পুলিশ। দেশের করোনা আবহে এ হেন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনরাও। পাত্রী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োগ্রাফারের তুলোধনা করতেও পিছপা হননি নেটিজ়েনরা।

আরও পড়ুন- Viral Video: পর্যটকদের গাড়ি ঘিরে ধরেছে তিনটি বাঘ! ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা

বিয়ের ফটোশুটে নানা রকম মজার মুহূর্তের সাক্ষী থাকেন বর-কনে। শুধু যে বিয়ে দিন ছবি তোলা তা তো নয়, প্রি-ওয়েডিং, পোস্ট ওয়েডিং, বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানের, বিয়ের আগে-পরের সমস্ত বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে রাখতে চান নতুন বর-কনে। আর একুশ শতকে ওয়েটিং ফটোগ্রাফি মানেই রাজকীয় ব্যাপার। এক্ষেত্রে পাত্রপক্ষের তুলনায় একটু এগিয়ে থাকেন কনেরাই।

তবে এই বিয়ের পাত্রী এত বেশি অভিনব কায়দায় ফটোশুট করতে গিয়েছিলেন যে শেষ পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে তাঁকে। কারণ ওয়েডিং ফটোশুটের জন্য সটান এসইউভি গাড়ির বনেটে চড়ে বসেছিলেন তরুণী। কোভিড বিধিনিষেধ মানার কোনও বালাই নেই। মুখে নেই মাস্ক। এমনকি কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গাড়ির বনেটে চড়ে বসেছিলেন তরুণী। আজকাল বিয়েবাড়িতে বরের পাশাপাশি কনের আগমনও হয় বেশ ধামাকাদার। কিন্তু এবার বেশি চমক দিতে গিয়ে মোটা টাকা লোকসান হয়ে গিয়েছে পাত্রী পক্ষের। বছর তেইশের ওই তরুণীর কাণ্ডকারখানা এর মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, বিয়ের ভেন্যুতে যাওয়ার সময় এই ফটোশুট করেছিলেন তরুণী। পুণেতে ঘটেছে এই ঘটনা। পুণে-সাসওয়াড় রোডের ডাইভ ঘাট এলাকায় এই ফটোশুট করা হয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আর ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশের কাছে খবর চলে যায়। মহারাষ্ট্রে যেখানে করোনা এমন ভয়াবহ পরিস্থিতি, সেখানে কোভিড বিধিনিষেধ না মেনে দিব্যি মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছিলেন এই তরুণী। আর তার জেরেই জরিমানা দিতে হয়েছে তরুণীকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলেও শোনা গিয়েছে।

দেখুন সেই ভিডিয়ো

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চলন্ত এসইউভির বনেটের উপর সেজেগুজে বসে রয়েছেন কনে। আর একটি চলন্ত মোটরসাইকেল থেকে ফটোশুট করছেন এক ফটোগ্রাফার। জানা গিয়েছে, এই ঘটনার সময় উপস্থিত সকলের অর্থাৎ বিয়ের কনে, ভিডিয়োগ্রাফার, এসইউভিতে থাকা লোকজন এমনকি চালকেরও জরিমানা হয়েছে। কেউ নাকি মাস্ক পরেছিলেন না, এমনটাই জানিয়েছে পুলিশ। দেশের করোনা আবহে এ হেন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনরাও। পাত্রী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োগ্রাফারের তুলোধনা করতেও পিছপা হননি নেটিজ়েনরা।

আরও পড়ুন- Viral Video: পর্যটকদের গাড়ি ঘিরে ধরেছে তিনটি বাঘ! ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা

Next Article