Viral Video: পর্যটকদের গাড়ি ঘিরে ধরেছে তিনটি বাঘ! ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা
ইতিমধ্যেই ২৮ হাজারের বেশি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
পর্যটকদের গাড়ি ঘিরে রেখেছে তিনটে বাঘ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। ক্যাপশনে আইএফএস অফিসার লিখেছেন, ‘buffet lunch’। বাঘ তিনটির হাবভাব দেখেও খানিকটা তেমনই মনে হচ্ছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, পর্যটকদের গাড়ির ভিতরে রয়েছেন বেশ অনেকজন। বাইরে গাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে তিন তিনটি কেঁদো বাঘ। প্রথমে অবশ্য একটা বাঘই গাড়ির কাছাকাছি এসে শোঁকাশুঁকি করছিল। পরে এসে যোগ দেয় তার বাকি দুই সাথীও।
শুধু যে গাড়ির চারপাশে ঘুরে বাঘেরা এলাকা ছেড়েছে তা কিন্তু নয়। প্রথমে চারপাশে ভাল করে ঘুরে ঘুরে মানুষের গায়ের গন্ধ শুঁকেছে তারা। তারপর একে একে তিনটি বাঘই সামনের পায়ে ভর দিয়ে সটান পর্যটকদের গাড়ির সাইডের তারের মতো জানলা ধরে দাঁড়িয়ে পড়েছে। বাঘের হৃষ্টপুষ্ট চেহারা দেখে ততক্ষণে হাল খারাপ হয়ে গিয়েছে গাড়ির ভিতরে বসা পর্যটকদের। এদিকে ভয়ে চিৎকারও করতে পারেছেন না তাঁরা। কারণ অত আওয়াজ করলে বাঘ তিনটি ক্ষেপে গিয়ে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখেই গা-হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছে নেটিজ়েনদের। তাহলে চোখের সামনে তিনটি বাঘ দেখে পর্যটকদের অবস্থা ঠিক কতটা আতঙ্কের হয়েছিল তা আন্দাজ করাই যায়।
দেখুন বাঘেদের কাণ্ড-কারখানা
Buffet lunch pic.twitter.com/61gjheO8GC
— Susanta Nanda IFS (@susantananda3) July 10, 2021
ইতিমধ্যেই ২৮ হাজারের বেশি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। পর্যটকদের গাড়িতে জাল লাগানো থাকায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন তাঁরা। অন্তত ভিডিয়োতে কোনও পর্যটকের ক্ষতি হতে দেখা যায়নি। এই ঘটনা কোথায় ঘটেছে তা জানা যায়নি। বাঘগুলো ওখান থেকে আদৌ সরে গিয়েছিল কি না, কিংবা কীভাবে তাদের সরানো হয়েছিল তাও জানা যায়নি।
আরও পড়ুন- Viral Video: অন্য মেয়েকে বিয়ে করছেন প্রেমিক! বিয়েবাড়ির বাইরে কেঁদে ভাসাচ্ছেন প্রেমিকা