Viral Video: অন্য মেয়েকে বিয়ে করছেন প্রেমিক! বিয়েবাড়ির বাইরে কেঁদে ভাসাচ্ছেন প্রেমিকা

কী এমন হল যে তিন বছরের বান্ধবী এবং 'লিভ ইন' পার্টনারকে ছেড়ে সটান অন্য একজনকে বিয়ে করে নিলেন ওই যুবক? নেটিজ়েনদের মনে প্রশ্ন উঠছে অনেক।

Viral Video: অন্য মেয়েকে বিয়ে করছেন প্রেমিক! বিয়েবাড়ির বাইরে কেঁদে ভাসাচ্ছেন প্রেমিকা
ছবি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 8:02 AM

বিয়ের মণ্ডপে অন্য মেয়েকে বিয়ে করে নিচ্ছেন যুবক। এদিকে বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে তখন বারবার যুবককে ডাকডাকি প্রাক্তন প্রেমিকা। সেই সঙ্গে একটিবার কথা বলার জন্য চলছে অনুনয়-বিনয়ের পালা। কী মনে হচ্ছে বলিউডের কোনও ছবির শুটিং হচ্ছে? আজ্ঞে না। একদম বাস্তবেই হুবহু এমনটা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রাক্তন প্রেমিকের বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে ক্রমাগত ‘বাবু বাবু’ এইসব বলেই চলেছে এক তরুণী। তবে তাঁর চিৎকার কিংবা কান্নাকাটিতে বিশেষ পাত্তা দিচ্ছেন না কেউই। তবু প্রিয়জনকে অন্যের না হতে দেওয়ার শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন ওই তরুণী।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশে হোসাঙ্গাবাদে এই ঘটনা ঘটেছে। প্রেমিকের বিয়ের হাজির হয়েছেন তাঁর প্রেমিকা। বিয়ের আসরে ঢুকতে পারেননি। কিন্তু বিয়েবাড়ির বাইরে থেকেই ক্রমাগত প্রেমিককে ডেকেই চলেছেন তিনি। জানা গিয়েছে, তরুণী কানপুরের বাসিন্দা। তাঁর দাবি, ওই যুবকের সঙ্গে ‘লিভ-ইন’ রিলেশনশিপে ছিলেন তিনি। তাও বিগত তিন বছর ধরে। ভোপালের একটি বেসরকারি সংস্থায় কর্মসূত্রে আলাপ তাঁদের। কিন্তু আচমকাই কেন ‘লিভ ইন’ পার্টনারকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছেন ওই যুবক, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

দেখুন সেই ভিডিয়ো

তরুণী অবশ্য প্রেমিকের বিয়ের খবর জানতে পেরেই পৌঁছে যান বিয়েবাড়িতে। সেখানে গিয়ে সকলকে জানান যে একবার যুবকের সঙ্গে কথা বলতে চান তিনি। বিয়েবাড়িতে ঢুকতেও চান। তবে স্বভাবতই তাঁকে বাঁধা দেওয়া হয়। আর তারপরই বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে নিজের ‘লিভ ইন’ পার্টনারকে ‘বাবু বাবু’ বলে চিৎকার করে ডাকতে শুরু করেন তিনি। একবার কথা বলার জন্য দাবি জানান। শেষ পর্যন্ত পুলিশ এসে ওই তরুণীকে সরিয়ে নিয়ে যায়। প্রেমিকের সঙ্গে আর দেখা করা হয়নি তাঁর। এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী এমন হল যে তিন বছরের বান্ধবী এবং ‘লিভ ইন’ পার্টনারকে ছেড়ে সটান অন্য একজনকে বিয়ে করে নিলেন ওই যুবক? নেটিজ়েনদের মনে প্রশ্ন উঠছে অনেক। এর পাশাপাশি নেটিজ়েনদের অনেকেই ওই তরুণীকে সমর্থন করেছেন। তাঁরা এও বলেছেন যে, ওই যুবকের অন্তত একবার তরুণীর সঙ্গে কথা বলা উচিত ছিল।

আরও পড়ুন- Viral Video: অদ্ভুত দর্শন এই কাকতাড়ুয়ার ভিডিয়ো দেখলে কিন্তু ভয় পেতে পারেন আপনিও!