Viral Video: অদ্ভুত দর্শন এই কাকতাড়ুয়ার ভিডিয়ো দেখলে কিন্তু ভয় পেতে পারেন আপনিও!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক কাকতাড়ুয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে এক মুহূর্তের জন্য চমকে যাবেন আপনি। আর একটু দুর্বল চিত্ত হলে তো কথাই নেই।
কাকতাড়ুয়া তো অনেক দেখেছেন। চাষের জমিতে বিশেষ করে ফসল ফলে থাকা জমিতেই এদের দর্শন পাওয়া যায়। মূলত পাখিরা এসে যাতে ফসল খেয়ে নষ্ট করে না দেয়, সেই জন্যই চাষের জমিতে লাগানো হয় কাকতাড়ুয়া। পাখিদের ভয় পাওয়ানোই আসল উদ্দেশ্য। আসলে ওদের বোঝানো হয় যে ফসল পাহারা দেওয়ার জন্য লোক রয়েছে জমিতে। কাকতাড়ুয়াদের চেহারা সবসময়ই বেশ ভীষণ দর্শন হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা বাঁশ বা ওই জাতীয় কোনও জিনিসের উপর কিছু খড় জাতীয় জিনিস দিয়ে কাঠানো তৈরি হয়। তার উপর বসানো হয় একটা মাটির হাড়ি। অর্থাৎ বাঁশের মাথায় বসানো এই উল্টো হাঁড়ি বা মাটির পাত্র মাথা হিসেবে ব্যবহার হয়। তার উপর কালো রঙ করা চোখ, নাক, মুখ আঁকা সবই থাকে। আর নীচের অংশে পরানো হয় পুরুষের পোশাক বা কিছু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। মোট কথা এমন একটা অবয়ব তৈরি করা হয়, যা দেখে মনে হবে যেন ফসল বা জমির পাহারায় রয়েছে এক অতন্দ্র প্রহরী। দু’পাশে আবার ছড়ানো হাতও থাকে কাকতাড়ুয়ার।
তবে এ তো গেল সাধারণ কাকতাড়ুয়ার বর্ণনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক কাকতাড়ুয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে এক মুহূর্তের জন্য চমকে যাবেন আপনি। আর একটু দুর্বল চিত্ত হলে তো কথাই নেই। বেশ ভয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অন্যান্য কাকতাড়ুয়ার থেকে এই নতুন কাকতাড়ুয়া এক্কেবারে আলাদা। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা স্প্রিংয়ের উপর ভর করে রয়েছে এই কাকতাড়ুয়া। আর তার ফলেই জমির এদিক থেকে ওদিক ক্রমাগত লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। ভিডিয়োতে দেখা গিয়েছে, জমির সঙ্গে লাগানো রয়েছে একটা স্প্রিং। লম্বা হয়ে উপরে খানিকটা উঠেছে সেই স্প্রিং। তার উপরে আবার রয়েছে সাইকেলের মতো দুটো হ্যান্ডেল বা হাতল। কাকতাড়ুয়ার হাত রয়েছে ওই হাতলে।
দেখুন অদ্ভুত ওই কাকতাড়ুয়ার ভিডিয়ো
Next level scarecrow pic.twitter.com/aBqb0CpwO6
— Kaptan Hindustan™ (@KaptanHindostan) July 11, 2021
পোশাকের দিক থেকেও এই কাকতাড়ুয়া বড়ই অদ্ভুত দেখতে। নীল রঙের স্কার্ট আর সবুজ টপ পরানো হয়েছে কাকতাড়ুয়ার অবয়বকে। হাতে লাল গ্লাভস। মাথা মোড়ানো লাল স্কার্ফ দিয়ে। সব মিলিয়ে কেমন যেন বিদেশি ছবির ভূতের মতো দেখতে এই কাকতাড়ুয়া। তার মধ্যে এক জায়গায় স্থির নেই সে। স্প্রিংয়ে ভর দিয়ে হাতল ধরে ক্রমাগত লাফিয়ে বেড়াচ্ছে। আর এর ফলেই ওই কাকতাড়ুয়া আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজ়েনদের একাংশ বলছেন, ‘এই ভিডিয়ো মোটেই দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়’। টুইটারে Kaptan Hindustan নামের জনৈক টুইটারিয়ান এই ভিডিয়ো শেয়ার করেছে। ইতিমধ্যেই ৭০ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। অনেক নেটিজ়েনই বলেছেন, সত্যিই একঝলক এই ভিডিয়ো দেখলে বেশ ভয়ই লাগছে।
আরও পড়ুন- Viral Video: ভ্যাকসিন নিতে গিয়ে চিৎকার করে কান্নাকাটি জুড়েছেন মহিলা! দেখুন ভিডিয়ো