Viral Video: ভাইরাল হওয়ার নেশায় মেট্রোর মধ্যে হঠাৎ ‘অদ্ভুত আচরণ’ এক ব্যক্তির, তাজ্জব যাত্রীরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 13, 2023 | 2:05 PM

Latest Viral Video: একটি ভিডিয়ো সামনে এল, যেখানে এক ব্যক্তি হাতে ফোন নিয়ে অদ্ভুত সব ভঙ্গি করছে। এই ধরনের আচরণ যে সেখানে উপস্থিত কিছু মানুষের কাছে বিরক্তির কারণ হয়েছে, তা ভিডিয়োয় স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া কিছু মানুষ হাসিও চেপে রাখতে পারেননি।

Viral Video: ভাইরাল হওয়ার নেশায় মেট্রোর মধ্যে হঠাৎ অদ্ভুত আচরণ এক ব্যক্তির, তাজ্জব যাত্রীরা

Follow Us

Viral Video Today: আজকাল ভাইরাল হওয়ার জন্য যেন মানুষ দিল্লি মেট্রোকেই বেছে নিয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও দিল্লি মেট্রোর ভিডিয়ো ভাইরাল হয়। কখনও মেট্রোর ভিতরে কেউ হনুমান নিয়ে ঢুকে যায়। কখনও আবার কেউ জল এনে স্নান করে। দিল্লিতে মেট্রো আনা হয়েছিল যাতে মানুষের যাতায়াত সহজ হয়। এছাড়াও, এর মূল উদ্দেশ্য ছিল মানুষের সময় বাঁচানো। কিন্তু বর্তমানে চিত্রটা সম্পূর্ণ উল্টো। দিল্লি মেট্রোর ভিতর থেকে অদ্ভুত স্টান্টের কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। এবার তেমনই একটি ভিডিয়ো সামনে এল, যেখানে এক ব্যক্তি হাতে ফোন নিয়ে অদ্ভুত সব ভঙ্গি করছে। এই ধরনের আচরণ যে সেখানে উপস্থিত কিছু মানুষের কাছে বিরক্তির কারণ হয়েছে, তা ভিডিয়োয় স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া কিছু মানুষ হাসিও চেপে রাখতে পারেননি।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেট্রোর ভেতরে ঢুকে তার শরীরকে উল্টো করে পাখির মতো দুই হাত ছড়িয়ে দিয়েছেন। এতেই থেমে নেই ওই ব্যক্তি। মেট্রো গেট বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি অদ্ভুত আচরণ করতে থাকেন, যার কারণে সেখানে উপস্থিত যাত্রীরা অস্বস্তি বোধ করতে শুরু করেন। ওই ব্যক্তি মোবাইল ফোনে ভিডিয়ো কল করছেন এবং কাউকে তার এই ধরনের আচরন দেখাচ্ছেন। ওই ব্যক্তির অ্যাকশন দেখে কিছু লোক তার ভিডিয়ো রেকর্ড করতে শুরু করেন।

Delhi metro k nazare
by u/VMod_Alpha in delhi


গত কয়েকদিন ধরেই দিল্লি মেট্রোর ভাইরাল ভিডিয়ো আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রথমে চুম্বন এবং তারপর পোল ডান্সের এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে, যার কারণে দিল্লি মেট্রোকে অনেক ট্রোলড করা হয়েছিল। এই বিষয়ে, ডিএমআরসি নির্দেশিকা জারি করলেও তাতে কোনও কাজই হচ্ছে না।

Next Article