Viral Video: কিং কোবরার সঙ্গে পরম বন্ধুত্ব, কয়েক সেকেন্ড ধরে চুম্বনের ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 22, 2023 | 12:19 PM

Video Of Man Kissing King Cobra: ভিডিয়ো তুলে ধরেছে এক সাহসী ব্যক্তিকে। ফুটে উঠেছে তার অস্বাভাবিক বশীকরণ ক্ষমতা। অসাধারণ স্টান্টে তিনি ধীরে ধীরে নিজের মাথাটাকে এগিয়ে নিয়ে গেলেন কিং কোবরার খুব কাছে। এমন আত্মবিশ্বাস সত্যিই দেখা যায় না, কল্পনাও করা যায় না। সবাইকে অবাক করে ভিডিয়োটা ঠিক যখনই শেষ হবে, পলক পরার আগেই সাপের মাথায় তিনি একটা চুমু খেয়ে নিলেন। সে চুম্বন কয়েক সেকেন্ডের জন্য তিনি ধরেও রাখলেন।

Viral Video: কিং কোবরার সঙ্গে পরম বন্ধুত্ব, কয়েক সেকেন্ড ধরে চুম্বনের ভিডিয়ো ভাইরাল
লোকটির সাহসিকতার প্রশংসা চলছে সর্বত্র...

Follow Us

Man Kissing King Cobra: সাপ নিয়ে মানুষকে নানাবিধ পরীক্ষা করার ঘটনায় এ সোশ্যাল মিডিয়া হতচকিত হয়। যে সাপকে সামনে দেখে মানুষ অতঙ্কিত হন, সেই সাপকে যখন কেউ উদ্ধার করে বা অন্য কোনও উপায়ে সাপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, তাতে চোখ কপালে উঠতে বাধ্য। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি অনলাইন দুনিয়াকে অবাক করে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, কিং কোবরার মাথায় চুম্বন করতে এগিয়ে চলেছেন এক ব্যক্তি। সাপের রাজাকে শেষমেশ তিনি চুম্বন করেও ফেলেন, যা দেখলে আপনার গায়ে কাঁটা দিতে পারে! সমগ্র ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিয়ো তুলে ধরেছে এক সাহসী ব্যক্তিকে। ফুটে উঠেছে তার অস্বাভাবিক বশীকরণ ক্ষমতা। অসাধারণ স্টান্টে তিনি ধীরে ধীরে নিজের মাথাটাকে এগিয়ে নিয়ে গেলেন কিং কোবরার খুব কাছে। এমন আত্মবিশ্বাস সত্যিই দেখা যায় না, কল্পনাও করা যায় না। সবাইকে অবাক করে ভিডিয়োটা ঠিক যখনই শেষ হবে, পলক পরার আগেই সাপের মাথায় তিনি একটা চুমু খেয়ে নিলেন। সে চুম্বন কয়েক সেকেন্ডের জন্য তিনি ধরেও রাখলেন।


গত 1 অক্টোবর এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল snake_lover_narasimha নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। নরসিমা নামের এই ব্যক্তি পেশায় একজন সাপ উদ্ধারকারী। তাঁর ইনস্টাগ্রাম পেজে বিভিন্ন প্রজাতির সাপেদের ভিডিয়ো দেখা গিয়েছে, সাপেদের নিয়ে তাঁর অপার আত্মীয়তার সম্পর্ক ফুটে উঠেছে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। কয়েক লাখ মানুষ এই ভিডিয়ো দেখেছেন। ভাইরাল ক্লিপটিতে লাইক পড়েছে 1.6 লাখের বেশি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বদলার জন্য চোখই যখন সবকিছু…।’

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরক্ষণেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। উদ্ধারকারীর সাহসিকতার প্রশংসা করেছেন অনেকে। একজন লিখছেন, ‘সত্যিই তুমি রিয়্যাল হিরো।’ আর একজন যোগ করলেন, ‘সাবধানে থেকো ভাই।’

Next Article