Optical Illusion: এদের মধ্যে একটি ডাইনোসরের তিনটে পা, 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 22, 2023 | 1:31 PM

কোলাজের আকারের এই অপটিক্যাল ইলিউশন আপনার মন বিভ্রান্ত করতে পারে। এখানে আপনি বিভিন্ন ডাইনোসরের নানাবিধ অভিব্যক্তি দেখতে পাবেন। কিন্তু তাদের মধ্যেই এমন একটি ডাইনোসর রয়েছে, যার তিনটে পা। এক দেখায় তাকে খুঁজে পাওয়াটা সত্যিই মুশকিলের কাজ। তবে তার জন্য বেশি সময় নিলেও চলবে না। তিন পায়ের ডাইনোসরটিকে খোঁজার জন্য আপনার কাছে 10 সেকেন্ড আছে। আপনি কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত?

Optical Illusion: এদের মধ্যে একটি ডাইনোসরের তিনটে পা, 10 সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?
বলুন তো, কোথায় সেই ডাইনোসর, যার তিনটে পা।

Follow Us

অপটিক্যাল ইলিউশন আজকের দিনে বড়ই চর্চার বিষয়। আপনার চোখকে ফাঁকি দিতে পারে, সেরকম ছবি নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই ধরনের ছবিগুলিতে থাকে এমনই কিছু, যা আপাত দৃষ্টিতে আপনার নজরে আসে না। ছবিগুলি আমাদের এমনই কিছু অনুভব করায়, যা হয়তো বাস্তবে নেই। ছবিগুলিকে একপ্রকারের ধাঁধা বলতে পারেন, ছবির ধাঁধা। আপনি দেখছেন এক, ভাবছেন আর এক, শেষমেশ সেই ছবি থেকে বেরোচ্ছে অন্য কিছু।

এই ছবিগুলি আপনার দৃষ্টিশক্তির কঠোর পরীক্ষা নিতে পারে। আবার, আপনার আইকিউ লেভেলও পরখ করতে পারে। সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ছবিতে আপনি দেখতে পাবেন গুচ্ছের ডাইনোসর। এখন এদের মধ্যেই এমন একটি ডাইনোসর আছে, যার তিনটে পা। খুঁজে বের করতে পারবেন প্রাণীটিকে?

কোলাজের আকারের এই অপটিক্যাল ইলিউশন আপনার মন বিভ্রান্ত করতে পারে। এখানে আপনি বিভিন্ন ডাইনোসরের নানাবিধ অভিব্যক্তি দেখতে পাবেন। কিন্তু তাদের মধ্যেই এমন একটি ডাইনোসর রয়েছে, যার তিনটে পা। এক দেখায় তাকে খুঁজে পাওয়াটা সত্যিই মুশকিলের কাজ। তবে তার জন্য বেশি সময় নিলেও চলবে না। তিন পায়ের ডাইনোসরটিকে খোঁজার জন্য আপনার কাছে 10 সেকেন্ড আছে। আপনি কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত?

আশা করি, এতক্ষণে আপনি হয়তো ওই ডাইনোসরটিকে খুঁজে পেয়ে গিয়েছেন! যদি পারেন, তাহলে বুঝতে হবে আপনার নজর বাজপাখির মতোই। আর তা যদি এখনও না পান, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। নিচের ছবিটি একবার দেখে নিন। এখানে তিন পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ডাইনোসরটিকে মার্ক করে দেওয়া হল।

মাথায় রাখবেন, অপটিক্যাল ইলিউশন নিছকই একটা মজার খেলা। এই ধরনের মাইন্ড গেমকে সিরিয়াসলি না নিয়ে খেলার ছলে দেখাই ভাল।

Next Article