Viral Video: বিশালাকার কুমিরের উপর চেপে বাইক নিয়ে ঘুরছেন, চালকের সাহসিকতাকে স্যালুট নেটিজ়েনদের

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 21, 2023 | 7:36 PM

Viral Video Today: কখনও কি আমরা স্বপ্নেও কল্পনা করতে পেরেছিলাম, কুমিরকে বাইকে বসিয়ে নিয়ে যাবেন কেউ? আমরা কল্পনা করতে পারিনি তো কী! সত্যিই বাইকে কুমিরকে চাপিয়ে অবাক করলেন এক ব্যক্তি।

Viral Video: বিশালাকার কুমিরের উপর চেপে বাইক নিয়ে ঘুরছেন, চালকের সাহসিকতাকে স্যালুট নেটিজ়েনদের
অবাক কাণ্ড বটে!

Follow Us

এই দুনিয়ায় এমন অনেক কিছুই রয়েছে, যা আমরা দেখিনি। ভবিষ্যতে আদৌ দেখা হবে কি না, তা-ও জানা নেই আমাদের। কিন্তু, ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছু দেখা হয়ে যাচ্ছে। দুনিয়াটা যেন হাতের মুঠোয় চলে আসছে। ঠিক যেভাবে বীরভূমের বাদাম কাকুর গান শুনেছে বিশ্ববাসী। ঠিক সেই ভাবেই বিশ্বের অন্য কোনও প্রান্তের ভিডিয়ো দেখে হতচকিত হয়ে যাই আমরা। বা, ভয় পেয়ে যাই। কিন্তু কখনও কি আমরা স্বপ্নেও কল্পনা করতে পেরেছিলাম, কুমিরকে বাইকে বসিয়ে নিয়ে যাবেন কেউ? আমরা কল্পনা করতে পারিনি তো কী! সত্যিই বাইকে কুমিরকে চাপিয়ে অবাক করলেন এক ব্যক্তি।

ইনস্টাগ্রামে oy._.starrr নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে কিসসু লেখা হয়নি। সত্যিই এমনতর স্তম্ভিত হওয়ার মতো কাণ্ড দেখে আর ক্যাপশন দেওয়ার মতোও কিছু থাকে না।


ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল একটি বাইক এগিয়ে চলেছে ফাঁকা রাস্তায়। সেই বাইকের পিছন থেকে একটি লেজ মাটিতে গড়াচ্ছে। সেভাবে গড়াতে-গড়াতেই সামনের দিকে এগিয়ে চলেছে বাইকটি। ও বাবা! ক্যামেরা একটু ঘুরতেই দেখা গেল, বাইকে একটা কুমিরের উপরে চেপে রয়েছেন চালক। আর সেই কুমিরটিকেও দড়ি দিয়ে বাঁধা রয়েছে। বিরাট তার আকার। বাঁধা রয়েছে বলেই রক্ষে। তা না হলে ওই কুমিরকে সামাল দিতে গিয়ে মাথার ঘাম পায়ে ছুটত ব্যক্তির।

যদিও এই ভিডিয়ো নেটিজ়েনদের অনেকেই বিশ্বাস করতে চাননি। কেউ বলেছেন, এটা একটা নকল কুমির। কেউ আবার যোগ করেছেন, কুমিরটাকে বেঁধে ইঞ্জেকশন দিয়ে রাখা ছিল। তা না হলে এভাবে তার উপরে চেপে ঘোরার সাহস কারও হতো না। কেউ কেউ আবার এভাবে একটা প্রাণীকে বেঁধে রাস্তায় নিয়ে বেরোনোর বিষয়টিকে স্রেফ নির্মমতা আখ্যা দিয়েছেন। সব মিলিয়ে এই ভিডিয়ো এখন নেটপাড়ার হট কেক!

গত 9 জানুয়ারি এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। এর মধ্যে ভিডিয়োটির ভিউ দেড় লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Next Article