Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই প্রতিনিয়ত ভাইরাল হয়। কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে হাসি থামানো দায় হয়ে যায়। আবার এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সাধারণত বিষধর কোনও সাপ দেখলে মানুষ সেখান থেকে দূরে সরে যায়। তবে বর্তমানে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি অসংখ্য কোবরার সঙ্গে একটি ঘরে বন্ধ রয়েছেন। এমনকি তাদের ধরে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় রেখেও দিচ্ছেন। এক কথায় অসংখ্য কোবরাকে নিমেষে বশে আনছেন ওই ব্যক্তি। এমন দৃশ্য ভাইরাল হতেই প্রচুর নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি ঘরে অনেক সাপের সঙ্গে রয়েছে। আপনার মনে হতে পারে নিশ্চয়ই বিষধর কোনও সাপ নয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ অর্থাৎ কোবরার সঙ্গে তিনি রয়েছেন। কোনও কোনও সাপ তাকে দেখে ফনাও তুলেছে। কিন্তু তাতেও বিন্দুমাত্র ভয় নেই ওই ব্যক্তির। হাতে করে তাদের তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখছেন। একটি সাপ তাকে দেখে ফনা তুলতেই সে তার ফনায় এমন এক চড় মারে যে, সাপটিও সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। তা দেখার সঙ্গে সঙ্গেই আপনি শিউরে উঠবেন। আপনি আগে এমন কোনও ভিডিয়ো দেখেছেন?
ভাইরাল হওয়া ভিডিয়োটি ‘@Nico_Jovanovic’ নামে একটি অ্যাকাউন্টে থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন এতে। কেউ বলেছেন, “লোকটির অসম্ভব সাহস। আমি আগে কখনও এমন দেখিনি।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “প্রথমে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।”
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই প্রতিনিয়ত ভাইরাল হয়। কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে হাসি থামানো দায় হয়ে যায়। আবার এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সাধারণত বিষধর কোনও সাপ দেখলে মানুষ সেখান থেকে দূরে সরে যায়। তবে বর্তমানে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি অসংখ্য কোবরার সঙ্গে একটি ঘরে বন্ধ রয়েছেন। এমনকি তাদের ধরে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় রেখেও দিচ্ছেন। এক কথায় অসংখ্য কোবরাকে নিমেষে বশে আনছেন ওই ব্যক্তি। এমন দৃশ্য ভাইরাল হতেই প্রচুর নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি ঘরে অনেক সাপের সঙ্গে রয়েছে। আপনার মনে হতে পারে নিশ্চয়ই বিষধর কোনও সাপ নয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ অর্থাৎ কোবরার সঙ্গে তিনি রয়েছেন। কোনও কোনও সাপ তাকে দেখে ফনাও তুলেছে। কিন্তু তাতেও বিন্দুমাত্র ভয় নেই ওই ব্যক্তির। হাতে করে তাদের তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখছেন। একটি সাপ তাকে দেখে ফনা তুলতেই সে তার ফনায় এমন এক চড় মারে যে, সাপটিও সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। তা দেখার সঙ্গে সঙ্গেই আপনি শিউরে উঠবেন। আপনি আগে এমন কোনও ভিডিয়ো দেখেছেন?
ভাইরাল হওয়া ভিডিয়োটি ‘@Nico_Jovanovic’ নামে একটি অ্যাকাউন্টে থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন এতে। কেউ বলেছেন, “লোকটির অসম্ভব সাহস। আমি আগে কখনও এমন দেখিনি।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “প্রথমে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।”