Latest Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় অনেক কিছুই ট্রেন্ডিং হতে থাকে। তবে, ইদানিং অপটিক্যাল ইলিউশন নিয়ে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা রয়েছে। এগুলিতে একটি ছবি এমন ভাবেই থাকে, যা আদতে একটি ধাঁধা। এই ধাঁধাগুলি থেকে কখনও আপনাকে কিছু খুঁজে বের করতে হয়, কখনও আবার ছবির মধ্যে পার্থক্য খুঁজতে হয়। সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেখান থেকে আপনাকে কিছু একটা খুঁজে বের করতে হবে। এই ছবিতে আপনি একটি বৃদ্ধকে দেখতে পাচ্ছেন। কিন্তু শুধুই একজন বৃদ্ধ নেই ছবিতে, রয়েছে একটি মেয়েও। সেই মেয়েটিকেই আপনাকে ছবি থেকে খুঁজে বের করতে হবে।
ছবিটিতে বৃদ্ধের মুখ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেখানেই রয়েছে মেয়েটির মুখও, যা খোঁজার কাজটি খুব একটা দুষ্কর নয়। খালি একটু বুদ্ধি দিয়ে চেষ্টা করলেই আপনি তা খুঁজে পাবেন। রাশিয়ান কার্টুনিস্ট ভ্যালেন্টিন ডুবিনিন দ্বারা পরিকল্পিত এই ছবিটি মানুষের পর্যবেক্ষণ দক্ষতা প্রমাণের জন্য যথার্থ। তিনি এই ছবি সৃষ্টি করার পর দাবি করেছিলেন, বিশ্বের জনসংখ্যার মাত্র 1% দুই মিনিটেরও কম সময়ে ছবিটিতে লুকিয়ে থাকা মেয়েটিকে শনাক্ত করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ঝড় তুলেছে ছবিটি। পিন্টারেস্ট থেকে এই ছবি নেওয়া হয়ছে। আপাত দৃষ্টিতে মেয়েটিকে খুঁজে বের করা সহজ মনে হলেও আপনি জানলে অবাক হবেন, মাত্র গুটিকয়েক মানুষই মেয়েটিকে খুঁজে পেয়েছেন। এখন আপনিও যদি এই ছবি থেকে মেয়েটিকে খুঁজে পান, তাহলে ধরে নিতে হবে আপনি একজন জিনিয়াস। আর যাঁরা এখনও মেয়েটিকে দেখতে পাননি, তাঁরা 5 সেকেন্ডের জন্য ছবিটার দিকে মনযোগ সহকারে তাকিয়ে থাকুন।
এখনও যদি ছবি থেকে মেয়েটিকে দেখতে না পান, তাহলে বলে রাখি মেয়েটি রয়েছে বৃদ্ধের নাকেই। আসলে ছবিটিতে এমনই কারসাজি রয়েছে যে, বসে থাকা মেয়েটিই আসলে ব্যক্তির নাক। যদি তা ধরতে অসুবিধা হয়, তার জন্যই উপরের ছবিটি দেওয়া হল। এখানে লাল মার্ক করে রাখা অংশটিতেই রয়েছে মেয়েটি।