Latest Viral Video: সাপ এমনই এক সরীসৃপ যাকে সবাই ভয় পায়। এরা বিষাক্ত। সাপের কামড় খেয়ে একজন মানুষ মুহূর্তের মধ্যে প্রাণ হারাতে পারেন। শুধু মানুষ কেন! সাপদের দেখে দূরত্ব বজায় রাখে অনেক প্রাণীই। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা সাপেদের নিয়ে অগুনতি ভিডিয়ো দেখতে পাই। সাপ উদ্ধারকারীরা আজকাল নিজেদের ইউটিউব পেজ থেকে উদ্ধারকার্যের ভিডিয়ো শেয়ার করে থাকেন। এমন অনেক ভিডিয়ো আমাদের নজরে আসে, যেখানে গ্রামের ঘনবসতি এলাকায় ঢুকে পড়ে সাপ। কোনও বাড়ির এমন জায়গায় লুকিয়ে থাকে তারা, যাদের বের করতে গিয়ে কালঘাম ছোটে উদ্ধারকারীদের। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে, যেখানে গ্রামাঞ্চলে একটি বাড়িতে পাইপের (Pipe) ভিতরে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে একটি কিং কোবরাকে (King Cobra)। সেই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের যেন একপ্রকার ঘাম ঝরতে শুরু করেছে!
ভিডিয়োতে কিন্তু বেশি কিছু নেই। ছোট্ট একটা ভিডিয়ো, মাত্র 19 সেকেন্ডের। তাতেই দেখা গেল, একটা পাইপের ভিতরের অংশটা। সেই পাইপের ভিতর থেকে উঁকি মারছে ওই কিং কোবরাটি। আটকে থাকা অবস্থায় তার ছটফটানির মালুম চলছে ঘনঘন ফোঁস ফোঁস আওয়াজে। তারপরই সে মুখ বাড়াল, পাইপের ভিতর থেকে তুলল তার ফণা। যা দেখার পরে আপনার কেন, যে কারও প্রাণে ভয় ধরবেই।
Beware!!!! pic.twitter.com/y4FYgzEQLW
— WildLense® Eco Foundation ?? (@WildLense_India) May 13, 2023
গত 13 মে ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছিল @WildLense_India নামক একটি হ্যান্ডেল থেকে। ছোট্ট এই ভিডিয়োর ক্যাপশনও খুব ছোট, ‘সাবধান’! সেখানেই দেখা গিয়েছে, পাইপের ভিতর থেকে হিস হিস শব্দ করতে-করতে অতঃপর ফণা তুলে বেরিয়ে আসছে একটি বিরাট কিং কোবরা। ভিডিয়োতেই ওই সাপটির শব্দ শোনা গিয়েছে। ক্যামেরা যখন জ়ুম আউট করল তখন দেখা গেল, একটি মাটির বাড়িতে পাইপের ভিতরে রয়েছে সাপটি।
কয়েক হাজার মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। একজন টুইটার ব্যবহারকারী লিখলেন, “এই ভিডিয়ো দেখে আমার গায়ে কাঁটা দিল!” আর একজন যোগ করলেন, “এটা যদি আমার বাড়িতে হত, আমি তো ভয়ে বাড়ি থেকে পালাতাম।”