Viral Video: হায় গরমি! চলন্ত বাইকে মগ-বালতি নিয়ে স্নান করছেন মহিলা, ‘নির্লজ্জ’ বলছেন আশেপাশের লোকজন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 16, 2023 | 7:07 PM

Viral Video Today: সম্প্রতি এক মহিলাকে দেখা গেল, গরমের সঙ্গে যুঝতে বয়ফ্রেন্ডের বাইকের (Bike) পিছনে বসেই এক বালতি থেকে জল ঢেলে স্নান (Bathing) করছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর বেজায় চটেছেন। যুগলকে (Couple) 'নির্লজ্জ' বলে তোপ দেগেছেন।

Viral Video: হায় গরমি! চলন্ত বাইকে মগ-বালতি নিয়ে স্নান করছেন মহিলা, নির্লজ্জ বলছেন আশেপাশের লোকজন
অবাক কাণ্ড বটে!

Follow Us

Latest Viral Video: বিগত বেশ কিছু দিন ধরে অদ্ভুত কিছু কাণ্ড-কারখানা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যা সচরাচর কেউ নীরবে-নিভৃতে করে থাকেন। মানুষের জীবনের গোপনীয়তা তাঁর বাড়ির চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ। তা যখন সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে চলে আসে, দেখতে বড়ই বেমানান লাগে। কিন্তু ভাইরাল হওয়ার এই যে নেশা, তা যে বড়ই ভয়ঙ্কর। কেউ কিছু পরোয়া করেন না, ভাইরাল হতে করে চলেছেন যা খুশি তাই। সেরকমই ঘটনায় সম্প্রতি এক মহিলাকে দেখা গেল, গরমের সঙ্গে যুঝতে বয়ফ্রেন্ডের বাইকের (Bike) পিছনে বসেই এক বালতি থেকে জল ঢেলে স্নান (Bathing) করছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর বেজায় চটেছেন। যুগলকে (Couple) ‘নির্লজ্জ’ বলে তোপ দেগেছেন।

ভিডিয়োতে দেখা গেল, স্কুটার চালাচ্ছেন এক যুবক। তাঁর পিছনে বসে রয়েছেন এক মহিলা। আর স্কুটারে মহিলা ও যুবকের মাঝখানে রয়েছে একটি বালতি। মহিলা ওই বালতি থেকে জল নিজের শরীরেও ঢালছেন। তারপর তা আবার তাঁর বয়ফ্রেন্ডের গায়েও ঢালছেন। আর পাশ দিয়ে যে সব বাইকগুলো যাচ্ছিল এবং পথচারীরা ওই যুগলের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন।


ভিডিয়োর প্রথমেই বাইকটা থেমেছিল একটি ট্রাফিক সিগন্যালে। সেখান থেকেই ওই যুবতী তাঁর প্রেমিককে স্নান করানো শুরু করেন। সেখানেও সিগন্যালে আর যেসব বাইকআরোহী ছিলেন, তাঁরাও এই যুগলকে দেখে হাসাহাসি করছিলেন।

টুইটারে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে WeDeserveBetterGovt নামক একটি পেজ থেকে। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে, মহারাষ্ট্রের উল্লাসনগরের ভিডিয়ো এটি। মহারাষ্ট্রের ডিজিপি এবং থানে পুলিশকে ট্যাগ করে সেখানে লেখা হয়েছে, “বিনোদনের নামে তাঁরা কীসব আজেবাজে কাজ করছেন। এটি ব্যস্ত উল্লাসনগরের সেক্টর 17-এর মেইন সিগন্যালে ঘটেছে। এই ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে কড়া বার্তা দেওয়া উচিত, যাতে পরে মানুষজন রাস্তাঘাটে এই ধরনের কাজ করতে না পারেন।”

Next Article