Latest Viral Video: সাপ দেখলেই সাধারণ মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো পরিস্থিতি হয়। সাপ যত বড় বা ছোটই হোক না কেন, তা সে বিষধর হোক বা বিষহীন, সাপ দেখার পর মানুষের ভয় লাগবেই। শুধু সাপ কেন। সরীসৃপদের থেকে কিছুটা হলেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে চান মানুষজন। তবে এই পৃথিবীতে এমন মানুষও আছেন, যাঁরা সাপদের দেখে বিন্দুমাত্র ভয় পান না, বরং ভয়টা জয় করে তাদের আদর করেন। সম্প্রতি এক রেপটাইল এনথুসিয়াস্ট এমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে যে কারও চক্ষু ছানাবড়া হয়ে যাবে। নিক নামের ওই ইনস্টা ব্যবহারকারী তাঁর নিজের প্রোফাইল থেকেই সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, তিনি একটি বিরাট কিং কোবরাকে (King Cobra) বাগে এনে তারপর সেটিকে চুম্বন (Kiss) করছেন।
গত 9 মে পোস্ট করা হয়েছিল ভিডিয়োটি। ক্যাপশনে লেখা হয়েছে, “আপনি কি কখনও 12 ফুটের কিং কোবরাকে চুম্বন করতে যাবেন?” ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি জলাশয়ের মাঝখানে বসে রয়েছেন নিক। সাপটি সেই সময় তাঁর সামনেই ছিল। তারপর যখন তিনি পিছন থেকে সাপটিকে বাঁ হাত দিয়ে ধরতে যান, তখন আক্রমণও করে বসে প্রাণীটি। যদিও তিনি পিছন দিকে থাকার ফলে আক্রমণের আঁচ তাঁর দিকে আসেনি। তবে সাপেদের সঙ্গে তাঁর সখ্যতাও যে কম নয়। সাপটিকে বাধা দিতে যা করার তিনি তাই করলেন।
এরপরই ওই ব্যক্তি সাপটির দিকে কিছুটা ঝুঁকে পড়েন এবং তাকে একটি চুমুও খেয়ে নেন। তখন তিনি এই দুর্দান্ত কিং কোবরাটির আকার ও তার দৈর্ঘ্য নিয়ে কথা বলতে থাকেন। এই তো সপ্তাহ খানেক আগেই শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। এর মধ্যেই ভিডিয়োটির ভিউ লক্ষাধিকের ছাপিয়ে গিয়েছে। হতবাক হয়ে টুইটার ব্যবহারকারীরা নানাবিধ কমেন্টও করেছেন।
একজন বলেছেন, “আপনার মনটা যেন রাজার মতো। কখনও ফোকাস হারাবেন না!” আর একজন যোগ করেছেন, “আপনি যে আমাদের এত সুন্দর একটা প্রাণীর সন্ধান দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তবে আপনার একটু বেশি করেই সতর্ক থাকা উচিত।” তৃতীয় জনের বক্তব্য, “যেভাবে আপনি ক্যামেরার জন্য শরীরটা মুভ করেছেন, তা আমার খুব ভাল লেগেছে।”
তবে এই প্রথম নয়। নিক এর আগেও একাধিক বার নিজের প্রোফাইল থেকে সাপের একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন এবং সেগুলির প্রায় সবই ভাইরাল হয়েছে।