Viral Video: জঙ্গল ছেড়ে রাস্তায় এসে মারামারিতে জড়াল দুই বিশাল দাঁতাল হাতি, ভয়ানক লড়াই হল ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 16, 2023 | 9:25 AM

Latest Viral Video: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দু'টি হাতিকে জঙ্গলের রাস্তায় লড়াই করতে দেখা যাচ্ছে, কেউ কোনওভাবেই হার মানতে নারাজ। সেই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Viral Video: জঙ্গল ছেড়ে রাস্তায় এসে মারামারিতে জড়াল দুই বিশাল দাঁতাল হাতি, ভয়ানক লড়াই হল ভাইরাল

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে জঙ্গলের প্রাণীদের বিভিন্ন কাণ্ড কারখানা উঠে আসে। কখনও এমন ভিডিয়োও চোখে পড়ে, যা দেখে হাসি থামানো দায় হয়ে পরে। এমনিতেই সব প্রাণীদের মধ্যে হাতিকে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করা হয়। তারা শান্তভাবেই থাকতে পছন্দ করে। কিন্তু রেগে গেলে যে রূপ ধারণ করে, তা কল্পনারও বাইরে। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দু’টি হাতিকে জঙ্গলের রাস্তায় লড়াই করতে দেখা যাচ্ছে, কেউ কোনওভাবেই হার মানতে নারাজ। সেই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের। ভিডিয়োটি দেখলে আপনিও শিউরে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি রাস্তা। তার সেই রাস্তাতেই দু’টি হাতি এতে অপরের সঙ্গে মারামারি করছে। কেউ কাউকে একটুও জায়গা ছাড়তে রাজি না। একে অপরকে ক্রমাগত আক্রমণ করছে শুঁড় দিয়ে, দাঁত দিয়ে। একটি হাতি আর একটি হাতিকে ঠেলে জঙ্গলের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেও কোনও মতেই রাস্তা থেকে সরতে চায় না। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, রাস্তাটি নির্জন নয়। বরং ব্যস্ত রাস্তা। আর সেখানেই উপস্থিত কিছু মানুষ ভিডিয়োটি করে। তারপরে শেয়ার করে সোশ্য়াল মিডিয়ায়। আপনি আগে কখনও দেখেছেন হাতির এমন লড়াই?

এই ভাইরাল ভিডিয়োটি হরিদ্বারের চিল্লা রেঞ্জের। ভিডিয়োটি একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। আর হাজার হাজার মানুষ এটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ লিখেছেন, “এখনও কিছু কিছু জায়গায় ষাঁড় বা মোরগ লড়াই দেখা যায়। যা মানুষ বেশ ভালভাবেই উপভোগ করে। কিন্তু জঙ্গলের প্রাণীদের মধ্যে এমন লড়াই আমি আগে কখনও দেখিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “হাতি রেগে গেলে এমনই ভয়ঙ্কর হয়ে যায়। যে কোনও কিছুকে নিমেষে ধ্বংশ করে দিতে পারে।”

 

Next Article