চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ছিটকে প্ল্যাটফর্মে পড়লেন যুবক, পুলিশের সাহায্যে বাঁচল প্রাণ, দেখুন ভিডিও

Jan 05, 2021 | 4:49 PM

একটু এদিক-ওদিক হলেই মৃত্যু ছিল অনিবার্য।

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ছিটকে প্ল্যাটফর্মে পড়লেন যুবক, পুলিশের সাহায্যে বাঁচল প্রাণ, দেখুন ভিডিও
প্রতীকী ছবি।

Follow Us

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন মুম্বইয়ের যুবক। রেল পুলিশের তৎপরতায় ভাগ্যের জোরে এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। টুইটারে ভাইরাল হয়েছে সেই ভিডিও। শিউরে উঠেছেন সকলে। মুহূর্তের জন্য বেঁচে গিয়েছেন ওই যুবক। একটু এদিক-ওদিক হলেই মৃত্যু ছিল অনিবার্য।

মুম্বইয়ের দাহিসার রেল স্টেশনে ঘটেছে এই ঘটনা। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার একটু পরই ট্রেনে চড়ার চেষ্টা করেন এক যুবক। কিন্তু ট্রেনের গতি বেড়ে যাওয়ায় টাল সামলাতে পারেননি তিনি। ছিটকে পড়ে যান প্ল্যাটফর্মে। ঠিক সেই মুহূর্তেই যুবককে দেখতে পান স্টেশনে দায়িত্বে থাকা রেল পুলিশ পিসি যোগেশ হিরেমাথ।

যুবককে ট্রেন থেকে ছিটকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গেই তাঁকে প্ল্যাটফর্মের ভিতর দিকে টেনে নেনে তিনি। নাহলে মারাত্মক বিপদ ঘটতে পারত। ট্রেনের গতির টানে রেললাইনে পড়ে যেতে পারতেন ওই যুবক। ঘটে যেত মর্মান্তিক ঘটনা। প্রাণহানিও হতে পারত ওই যুবকের। তবে এ যাত্রায় সেরকম কিছু হয়নি।

মুম্বই পুলিশের তরফে টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ওই পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধি এবগ্ন তৎপরতার জেরেই প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। ভিডিও শেয়ার করে মুম্বই পুলিশের তরফে ক্যাপশনে লেখা হয়েছে “আপনাদের সুরক্ষা ভাল হাতেই রয়েছে। নেট দুনিয়ায় ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়েছেন মুম্বই রেল পুলিশের পিসি যোগেশ হিরেমাথ। নেটিজেনরা বলছেন তিনি সাক্ষাৎ দেবদূত। কেউ বা বলছেন, শুধু দায়িত্ববান পুলিশ নন, যোগেশ ‘রিয়েল হিরো’।

Next Article