Latest Viral Video: তিনি বলিউডের শাহেনশাহ! সম্প্রতি হেলমেট না পরে বাইকের পিছনে বসার কারণে বিতর্কে জড়িয়েছেন। এহেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সাফ জানিয়ে দিয়েছেন, সেটি একটি সিনেমার শুটিংয়ের ভিডিয়ো। তারপরই তিনি একটি মজাদার ভিডিয়োও শেয়ার করেছেন। পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে তাঁর মাথার চুলের (Hair) টিকিটি বড়ই অদ্ভুত ভাবে নাড়াতে (Swinging) দেখা গিয়েছে। এমন ভাবেই তিনি সেটিকে নাড়িয়েছেন মনে হচ্ছে যেন তা দিয়ে ফুরফুরে হাওয়া খাচ্ছেন!
মিস্টার বচ্চন সোশ্যাল মিডিয়ায় সদাই সক্রিয়। অনেকের কাছে তাঁর শেয়ার করা বার্তা, ছবি বা ভিডিয়োগুলি যেন বেঁচে থাকার রসদ। কখনও আবার এমন কিছু মজার ভিডিয়ো শেয়ার করেন, যা দেখে না হেসে পারা যায় না। বিগ বি-র শেয়ার করা সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় হাঁটছেন এক ব্যক্তি, যাঁর মাথাটাই ন্যাড়া। কিন্তু মাথায় চুল না থাকলে কী হবে, লম্বা একটা বিনুনি রয়েছে। সেই বিনুনি চলমান, পাখার মতো বনবন করে ঘুরেই চলেছে! মুখে তার ইয়াব্বড় একটা গোঁফও রয়েছে। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে কিছুটা ইচ্ছে করেই মাথা নাচাচ্ছিলেন, যাতে ওই লম্বা বিনুনিটাও ঘুরতে থাকে। হচ্ছিলও ঠিক তাই। ব্যক্তির সঙ্গে-সঙ্গেই ঘুরছিল তাঁর বিনুনিটাও।
তবে ওই ব্যক্তি সত্যিই পুলিশকর্মী কি না, তা বলা মুশকিল। কারণ, অনেক সময় সিকিওরিটি গার্ড বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষজনও এই ধরনের ভিডিয়ো শেয়ার করে থাকেন। এই ভিডিয়ো শেয়ার করে অমিতাভ লিখছেন, “দিনের প্রচণ্ড গরমে এই মানুষটি নিজস্ব ফ্যান নিয়ে বেরিয়েছেন, যাতে নিজেকে ঠান্ডা রাখা যায়।”
তিনি ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োর ভিউ প্রায় 36 লাখেরও বেশি। বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, লোকটাকে দেখে
এই ভিডিওটি 36 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলল, ডোরেমন দেখে মনে হচ্ছে লোকটা আসছে, তাই বাঁশ-কপ্টারের মতো চুল উড়িয়ে দিচ্ছে। একজন বলল, এটা দেখতে আলাদিনের জিনের মতো। অনেকে শুধু অমিতাভ বচ্চনকে নিয়েই মজা করার জন্য ট্রোল করছেন।