Latest Viral Video: হাতিরা যে আকারে আর আয়তনে কতটা বড় হয়, তা তাদের সামনে না দাঁড়ানো ছাড়া বোঝা সম্ভব নয়। তবে, তারা বুদ্ধিমানও কম নয়। প্রখর বুদ্ধিমত্তায় তারা বোকা বানাতে পারে মান ও হুঁশযুক্ত মানুষকেও। হাতিকে সাধারণত শান্তিপ্রিয় বলেই মনে হয়। তা-ও তাকে দেখা মাত্রই মানুষ ছুটে পালায় অথবা তাদের যাওয়ার জন্য রাস্তা করে দেয়। কিন্তু দুটো হাতি (Elephant) যখন লড়াই করে, তখন কী কাণ্ডটা ঘটতে পারে ধারণা আছে আপনার? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, দুটি হাতিকে রীতিমতো লড়াই (Fight) করতে। আর তা দেখার পরে নেটিজ়েনদের অনেকেই বলেছেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না।
আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে, দুটি দাঁতাল হাতি একে অপরের সঙ্গে লড়াই করছে। খুব সম্ভবত কোনও পুরনো শত্রুতার জন্য একে অপরের থেকে প্রতিশোধ নিতে চাইছে। সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করে তার ক্যাপশনে লিখছেন, “যখন টাইটান সংঘর্ষ করে, তখন জঙ্গল কাঁপে।”
When the titans clash,
The Forest shivers…. pic.twitter.com/GGnpUUlhTS— Susanta Nanda (@susantananda3) May 16, 2023
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। কারণ, এমনতর ঘটনা মানুষ এর আগে খুব কমই দেখেছেন। জঙ্গলের পাশেই একটা রাস্তার ধারে ওই হাতি দুটি একে অপরের সঙ্গে লড়াই করছিল। যদিও শেষ পর্যন্ত লড়াইতে কার জয় হয়েছিল, সে বিষয়টা জানা যায়নি। কিন্তু দুজনের এক্কেবারে যেন সেয়ানে সেয়ানেই টক্কর চলছিল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত ছিল না।
নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন। একজন বলেছেন, “দেখে মনে হচ্ছে যেন, দুই ভাই একে অপরের সঙ্গে রিমোটের জন্য লড়াই করছে।” আর একজন যোগ করেছেন, “টেইল ওয়াগিং হল এক হাতির অন্য হাতিদের দূরে থাকার জন্য সতর্ক করা। তাদের আধিপত্য দেখানোর উপায় এটি।” তৃতীয় জনের বক্তব্য, “এটা আসলে লড়াই নয়। এটা দুই হাতির ভালবেসে একপ্রকারের খেলা।”
গত 16 মে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই তার ভিউ 32,000 ছাপিয়ে গিয়েছে।