Latest Viral Video: দিল্লি মেট্রো নিয়ে আলোচনার শেষ নেই। একাধিক বিতর্কিত ঘটনা নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই চর্চায় রাজধানীর মেট্রো পরিষেবা। কখনও দেখা গেল বসার জায়গা নিয়ে দুই সহযাত্রী লড়াই করছেন, কখনও আবার একটি মেয়ে ব্রা পরে ভ্রমণ করছেন, তো কখনও যুগলে উষ্ণ আলিঙ্গনের পরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন করছেন— দিল্লি মেট্রোর বেশ কিছু ভিডিয়ো বিগত কয়েক দিন ধরে ভাইরাল হয়েছে। এবার এক ব্যক্তিকে দেখা গেল, মেট্রোয় (Metro) রীতিমতো স্নান (Shower) করতে। যদিও সেই ঘটনা দিল্লির নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের (New York City)। মেট্রোর একটি কম্পার্টমেন্টে জামা-প্যান্ট খুলে ফেলে স্রেফ অন্তর্বাস পরেই তিনি স্নান করলেন। এই ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়েছে।
ফেসবুকে @princezee নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে তার ভিউ 1.4 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। যদিও ভিডিয়োটি আপলোড করা হয়েছিল 2022 সালের 22 নভেম্বর। আশ্চর্যজনক বিষয়টি হল, ভিডিয়োটি এতদিন কিন্তু ভাইরাল হয়নি। যেই না দিল্লি মেট্রোর একাধিক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করল, ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল এই ভিডিয়ো। princezee নামের ওই ফেসবুক ব্যবহারকারীই তৈরি করেছেন ভিডিয়োটি।
ভিডিয়োতে দেখা গেল, ওই ব্যক্তি প্রথমে তাঁর লাগেজ ব্যাগটি খুললেন। জামা-প্যান্ট খুলে অন্তর্বাস পরেই তিনি বসে পড়লেন ওই লাগেজ ব্যাগের উপরে। একটি বোতল এনেছিলেন, যাতে জল ছিল। সেখান থেকেই টুপটুপ করে জল ঢালতে লাগলেন। মাঝে বডি শ্যাম্পু বের করেও তিনি তা গায়ে মেখে নিলেন। তবে দেখার মতো বিষয়টি হল, মেট্রোর ওই কম্পার্টমেন্টটি তিনি বিন্দুমাত্র নোংরা করেননি। যদিও তিনি স্নান করা শুরু করতে কিছুক্ষণের মধ্যেই তাঁর পাশে যে সব সহযাত্রীরা বসেছিলেন, তাঁরা এক-এক করে উঠে গেলেন।
ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনরা নানাবিধ মজাদার মন্তব্য করেছেন। একজন বলছেন, “এটা এই প্রজন্মের দোষ। এরা সবসময় অন্যের মনযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।” দ্বিতীয় জন বললেন, “কিছু মানুষ আছেন, যাঁরা লাইক ও ভিউর জন্য যা-খুশি তাই করতে পারেন।” তৃতীয় জনের বক্তব্য, “তাঁর সহযাত্রীরা যাতে কেউ ভিজে না যান, তার জন্য তিনি খুব সতর্ক ছিলেন। তিনি যদি অভদ্র হতেন, তাহলে অন্যরা তৎক্ষণাৎ নেমে যেতেন। কিন্তু তা তিনি করেননি। আমার তো লোকটাকে খুব ভাল লেগেছে।”