Optical Illusion: এই ক্রেটে কতগুলি ডিম রয়েছে? চোখের সামনেই উত্তর, কিন্তু সঠিক সংখ্যাটা বলতে পারছেন না কেউ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 09, 2023 | 5:41 PM

Viral Optical Illusion: এই যে ডিমের ক্রেটটা দেখছেন, এখানে কতগুলি ডিম রয়েছে বলতে পারবেন? সঠিক উত্তরটা আপনার চোখের সামনেই রয়েছে। কিন্তু তীক্ষ্ণ নজর ছাড়া সত্যিই উত্তরটা খুঁজে পাওয়া সম্ভব নয়।

Optical Illusion: এই ক্রেটে কতগুলি ডিম রয়েছে? চোখের সামনেই উত্তর, কিন্তু সঠিক সংখ্যাটা বলতে পারছেন না কেউ
খুব ভাল করে ছবিটা দেখুন একবার...

Follow Us

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন সর্বদা আপনার চোখকে ফাঁকি দেয়, ফাঁকি দেয় আপনার মনকেও। আপনার দৃষ্টিভঙ্গির কঠিন পরীক্ষা নেয় ছবিগুলি। আপনার চোখের সামনেই এমন কিছু থাকে, যা ছবির কারসাজির জন্য সহজে নজর এড়িয়ে যায়। একটা ছবি তো এই ভাবেই ধাঁধা হয়ে যায়। আর আপনি যদি সেই ধাঁধার সমাধান করতে পারেন, তাহলে ধরে নিতে হয় আপনার পর্যবেক্ষণ ক্ষমতার জবাব নেই। এই যে ছবিটা আপনি দেখছেন, তা কিন্তু আপনার তীক্ষ্ণ নজরের পরীক্ষা নেবে। ডিম (Eggs) বিক্রেতারা দেখবেন, সমস্ত ডিম কীরকম ভাবে একটা ক্রেটে সাজিয়ে রাখেন। সেই ক্রেটে (Crate) কতগুলি ডিম রয়েছে, সামনে থাকলে আপনার পক্ষে তার গণনা করা সহজ হয়ে যায়। কিন্তু যদি দূরে থাকেন, তাহলেই তা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়।

খুঁজে পেলে আপনি জিনিয়াস

এই ছবিটাও ঠিক সেরকমই। আপনি সামনে নেই বলেই এই ছবিতে কটা ডিম রয়েছে, তা গোনা আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সেই কারণেই এই ছবিটি একটি চমৎকার অপটিক্যাল ইলিউশন। এই ক্রেটে কটা ডিম রয়েছে, আপনাকে সেই সংখ্যাটাই বলতে হবে। ছবিতে পরিষ্কার ভাবে দৃশ্যমান যে, অনেকগুলি ডিম পরপর, উপর-নিচ করে সাজানো রয়েছে। কিন্তু কতগুলি ডিম এখানে রয়েছে, সেই সংখ্যাটা বলা হয়নি। আপনি যদি কয়েক সেকেন্ডের মধ্যে এই ক্রেট থেকে ডিমগুলি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে জিনিয়াস বলা হবে।

সাধারণ ছবি, অসাধারণ কারসাজি

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি খুব ভাইরাল হয়েছে। অনেকেই এটি দেখার পর বলেছেন, তাঁরা প্রতিদিনই দোকানে এভাবে ডিমের ক্রেট চাক্ষুষ করেন। অনেকে আবার বলেছেন, বাড়িতেও এই ভাবেই তাঁরা ক্রেটে ডিম সাজিয়ে রাখেন। কেউ তো আবার এমনও বলেছেন যে, আগে জানলে তাঁরা দোকানেই ডিমের সংখ্যাটা গুনে আসতেন। ছবিটি একবার দেখার পরই মানুষজন যে ডিমের সঠিক সংখ্যা গুনতে এতটাই ব্যাকুল হয়ে পড়েছেন, তা আর বলার নয়।

সত্যিই কতগুলি ডিম রয়েছে?

এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কতগুলি ডিম রয়েছে এই ক্রেটে? সোশ্যাল মিডিয়ায় কেউ বলেছেন, এখানে 16টি ডিম রয়েছে। কেউ আবার বলেছেন, মোট 25টি ডিম রয়েছে এখানে। আসলে এই ছবিতে রয়েছে মোট 30টি ডিম। ক্রেটের নিচে রয়েছে 16টি ডিম, একদিকে উপরে রয়েছে 9টি, আর একদিকে উপরে রয়েছে 4টি ডিম। আর সবার উপরে রয়েছে একটি ডিম। অর্থাৎ সব মিলিয়ে এই ছবিতে রয়েছে মোট 30টি ডিম।

Next Article