Viral Video: দিল্লি মেট্রোর ভিতরে বোতল ধরে প্রস্রাব, গুণধরকে নেটপাড়ায় তীব্র কটাক্ষ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 31, 2023 | 8:58 PM

Man Urinates Inside Delhi Metro: দিল্লি মেট্রোর অনেক ভিডিয়োই হয়তো আপনার নজরে এসেছে। কিন্তু এরকমটা আগে কখনও দেখা যায়নি। মেট্রোর অন্দরেই এক ব্যক্তিকে দেখা গেল বোতল নিয়ে তার ভিতরে প্রস্রাব করতে। ঠিক সেই সময়ই তাকে আর একজন সহযাত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। মোবাইল বের করে ভিডিয়োও রেকর্ড করেন তিনি। কিন্তু কে কার কথা শোনে! একপ্রকার আরাম করেই বোতলের ভিতরে প্রস্রাব করে গেল গুণধর।

Viral Video: দিল্লি মেট্রোর ভিতরে বোতল ধরে প্রস্রাব, গুণধরকে নেটপাড়ায় তীব্র কটাক্ষ
ক্ষোভে ফুঁসছেন নেটপাড়ার লোকজন।

Follow Us

সাম্প্রতিক সময়ে দিল্লি মেট্রোর অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কখনও বসার আসন নিয়ে দুই যাত্রীর মধ্যে মারপিট, কখনও আবার সুইমিং কস্টিউম পরে মেট্রো সফর, এমনকি কখনও যুগলদের মেট্রোর মধ্যেই চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। আর এই সবকিছুই ঘটেছে দিল্লি মেট্রোর ভিতরে। আশ্চর্যজনক ক্লিপগুলি দেখে নেটিজ়েনরা হতবাক হয়ে গিয়েছেন। তবে এবারে যা কাণ্ড ঘটে গেল, তার থেকে লজ্জাজনক বোধহয় আর কিছু হয় না।

দিল্লি মেট্রোর অনেক ভিডিয়োই হয়তো আপনার নজরে এসেছে। কিন্তু এরকমটা আগে কখনও দেখা যায়নি। মেট্রোর অন্দরেই এক ব্যক্তিকে দেখা গেল বোতল নিয়ে তার ভিতরে প্রস্রাব করতে। ঠিক সেই সময়ই তাকে আর একজন সহযাত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। মোবাইল বের করে ভিডিয়োও রেকর্ড করেন তিনি। কিন্তু কে কার কথা শোনে! একপ্রকার আরাম করেই বোতলের ভিতরে প্রস্রাব করে গেল গুণধর। কেন মেট্রোর ভিতরে এই জঘন্য কাজটা করছেন প্রশ্ন করা হলে ব্যক্তির অকপট উত্তর, ‘মজবুরি থা…।’


এক্স প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @lavelybakshi নামের একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, দিল্লি মেট্রোর ভিতরে প্রস্রাবই করে ফেলল এই ব্যক্তি। ভিডিয়োটি দেখার পরে লোকজন ওই ব্যক্তির উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এই ধরনের লোকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কেউ আবার যোগ করেছেন, মেট্রোর ভিতরেও একটা ওয়াশরুম রাখার দরকার আছে।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। গত 30 অক্টোবর ভিডিয়োটি এক্স প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 134.3K ছাপিয়ে গিয়েছে। কেউ বলেছেন, ওই ব্যক্তি বোধহয় অসুস্থ। কেউ আবার জানিয়েছেন, এই ভিডিয়ো অনেক দিন আগের।

Next Article