Viral Post: সস্তায় লোকাল পনির কিনছেন? আপনার ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট এই ছবি…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 01, 2023 | 9:00 AM

Latest Viral Post: আপনি যে পনির ভালবেসে খান। সেই পনির কীভাবে তৈরি হচ্ছে, তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এমনকি কানপুরের এই ছবি দেখলে আপনি পনির খাওয়ার আগে বহুবার ভাববেন। ভাইরাল হওয়া ছবিতে কী দেখা যাচ্ছে?

Viral Post: সস্তায় লোকাল পনির কিনছেন? আপনার ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট এই ছবি...

Follow Us

পনির খেতে পছন্দ করেন না, এমন মানুষ হাতে গোনা। কিন্তু এই যে এত দাম দিয়ে পনির কিনে বাটার পনির, পনির টিক্কা এসব রেসিপি বানান। কখনও আবার রেঁস্তরায় আঙুল চেটে খান, কখনও ভেবে দেখেছেন সেই পনির কীভাবে তৈরি হয়? সোশ্য়াল মিডিয়ার যুগে অনেক খাবারের ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আজকাল তো খাবারের কারখানার অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। এবার সেই তালিকাতেই যুক্ত হয়েছে পনির। আপনি যে পনির ভালবেসে খান। সেই পনির কীভাবে তৈরি হচ্ছে, তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এমনকি কানপুরের এই ছবি দেখলে আপনি পনির খাওয়ার আগে বহুবার ভাববেন। ভাইরাল হওয়া ছবিতে কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পনিরের উপর বসে আছেন। আসলে তিনি পনির থেকে অতিরিক্ত জল বের করে ফেলার চেষ্টা করছেন। কিন্তু তাই বলে এমন পদ্ধতিতে? ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরা একজন ব্যক্তি কীভাবে পনির থেকে অতিরিক্ত জল বের করছেন। তার উপরে কাঠের একটি পাটাতন রয়েছে। তার চাপে পনিরের ভেতরের অতিরিক্ত জল বের হয়ে যাচ্ছে। আর এই ছবি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।


ভাইরাল হওয়া এই ছবি দেখে রেগে আগুন অধিকাংশ নেটিজ়েন। এই ছবিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @zhr_jafri নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা আছে, ‘এটি দেখার পরে কখনই নন-ব্র্যান্ডের পনির কিনবেন না’। এই ছবিটি এখনও পর্যন্ত 60 হাজারের বেশি ভিউ হয়েছে। এর প্রচুর মানুষ ছবিটি শেয়ার করেছেন।

Next Article