বিয়ের প্রস্তাব (Marriage Proposal) দিতে সবকিছুর আগে দরকার তীক্ষ্ণ বুদ্ধি ও দুর্দান্ত প্ল্যানিং। অনেক কাঠখড় পোড়ানোর পরই সেই সুন্দর মুহূর্তটা আপনার সামনে হাজির হতে পারে। আর তারপর যাঁকে প্রস্তাবটি দিলেন, তিনি যদি প্রত্যাখ্যান করে দেন তাহলে তো গেল, সব শেষ! আবার ধরুন, কাউকে প্রোপোজ় করতে গেলেন সঙ্গে একটা আংটি নিয়ে। আর সেই আংটিটাও কেউ কেড়ে নিল। কী লজ্জার ব্যাপারটাই না হতে পারে বলুন তো! তেমনই এক কাণ্ড ঘটে গেল। রূপকথার মতো বিয়ের প্রস্তাব দিতে চলেছিলেন এক ব্যক্তি। কিন্তু বড় মুহূর্তটি মাঠে মারা গেল। কথা ছিল, ডিজ়নিল্যান্ডের (Disneyland) অ্যামিউজ়মেন্ট পার্কে প্রেমিকাকে প্রস্তাবটি দেবেন। কিন্তু ডিজ়নিল্যান্ডের এক কর্মী ওই প্রেমিকের হাত থেকে আংটি কেড়ে নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলেন। ঘটনার একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral Video) হয়েছে।
The happiest place on Earth…unless this loser is on duty pic.twitter.com/Dn0VHwCthx
— BROTHER (@BrotherHQ) June 3, 2022
ট্যুইটারে ব্রাদার নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি সাদা টি-শার্ট ও সাদা প্যান্ট পরিহিত এক ব্যক্তি আংটি নিয়ে হাঁটু মুড়ে তাঁর প্রেমিকাকে প্রোপোজ় করতে যাচ্ছিলেন। ডিজ়নিল্যান্ডের অ্যামিউজ়মেন্ট পার্কের ভিতরে চলছিল সেই প্রেম পর্ব। এমন সময়ে ওই পার্কের এক কর্মী আসতেই যাবতীয় বিপত্তির সূত্রপাত। তিনি এসে সোজা সেই আংটিটাই কেড়ে নিলেন। ব্যস! যাবতীয় পরিকল্পনা জলে…
ভিডিয়োতে দেখা গেল, সবে আংটি বের করে ওই ব্যক্তি তাঁর প্রেমিকাকে প্রোপোজ় করতে যাবেন। হঠাৎই রীতিমতো দৌড়তে দৌড়তে আসেন ডিজ়নিল্যান্ড অ্যামিউজ়মেন্ট পার্কের এক কর্মী। তার পর ওই ব্যক্তির হাত থেকে আংটিটা কেড়ে নেন। ওই যুগলকে তিনি বলেন যে, এখানে এই কাজটা করা যাবে না।
ভাইরাল ক্লিপটি সর্বপ্রথম রেডিটর ওয়াসগেথলন নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছিল। যে ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করেছিলেন, তাঁর দাবি ডিজ়নিল্যান্ড অ্যামিউজ়মেন্ট পার্কের ওই কর্মীকে তিনি চিনতেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছিলেন, “আমাদের বন্ধুদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলেন ইনি। কারণ, আগেই অনুমতি নিয়ে এই কাজটি করা হয়েছিল। তারপরেও কেন এই ভাবে থামানো হল, তা আমরা বুঝতে পারছি না।”
সমগ্র ঘটনাটির জন্য ডিজ়নিল্যান্ড কর্তৃপক্ষ ওই যুগলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এবং ভবিষ্যতে এমন কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয়, তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ডিজ়নির এক মুখপাত্র এই বিষয়ে বলছেন, “কীভাবে এরকম একটা ঘটনা ঘটে গেল, তা আমরা কেউই বুঝতে পারছি না। আমরা ওই যুগলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সে দিকেও খেয়াল রাখব।”