বিড়ালের বুদ্ধি যে এত, তা বোধহয় এই ভাইরাল ভিডিয়ো দেখার আগে অনেকেই আন্দাজ করতে পারেননি। কারণ কার্টুন ‘টম অ্যান্ড জেরি’- তে মাঝে মাঝেই দেখা যায় যে ছোট্ট ইঁদুর জেরির কাছে একদম নাস্তানাবুদ হচ্ছে বিড়াল টম। তবে এবার একটা কুকুরকে বেজায় বোকা বানিয়েছে একটি বিড়াল। এমনিতে বিড়াল আর কুকুরের তেমন সদ্ভাব দেখা যায় না। তবে আজকাল অবশ্য অনেক ভাইরাল ভিডিয়োতেই দেখা যায় যে বেশ গলা জড়াজড়ি করে রয়েছে কুকুর-বিড়াল। সম্প্রতি টুইটারে এমন একটি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি বিড়ালের পিছনে ধাওয়া করেছে এক কুকুর। এমনিতেই কুকুরদের স্বভাব রয়েছে বিড়ালের পিছনে তাড়া করার। শুধু বিড়াল নয়, নিজের থেকে ছোট কোনও প্রাণীকেই তাড়া করার স্বভাব রয়েছে সারমেয়দের। এখানেও তাই হয়েছে। তবে ওই কুকুরকে একদম বোকা বানিয়ে পালিয়েছে বিড়ালটি।
ভাইরাল ভিডিয়োতে দেখুন কুকুরটিকে ঠিক কীভাবে বোকা বানিয়েছে ওই বিড়াল
In a brilliant move, cat outsmarts puppy..?????? pic.twitter.com/k517VkJCPe
— ?o̴g̴ (@Yoda4ever) June 4, 2022
টুইটারের ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসছে একটি বিড়াল। তার পিছনে ধাওয়া করেছে এক কুকুর। প্রাণ বাঁচাতে প্রাণপনে ছুটছে ওই বিড়ালটি। সাদাকালো কুকুরটি কান খাড়া করে ধূসর রঙের বিড়ালের পিছনে তাড়া করেছে। ছুটতে ছুটতে দু’জনেই হাজির হয়েছে একদম সুইমিং পুলের ধারে। আর সেখানেই রয়েছে আসল চমক। দেখা গিয়েছে, সুইমিং পুলে রাখা ছিল একটি প্যাডেলবোর্ড। কুকুরের তাড়া খেয়ে সটান ওর উপরেই চড়ে বসেছে বিড়ালটি। তারপর সাঁ করে পুল পার হয়ে অন্য পাড়ে এসে লেজ তুলে পালিয়েছে সে। কুকুরটি যে এভাবে বোকা হবে তা নির্ঘাত কেউ কল্পনাও করেননি। টুইটার ইউজার ‘Yoda4ever’ এই ভিডিয়ো শেয়ার করেছেন। ব্যাপকভাবে বাড়ছে এই ভিডিয়োর ভিউ এবং লাইকের সংখ্যা। এই ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজ়েনদের হাসি যেন থামছেই না।
কুকুরটি বিড়ালকে যেভাবে তাড়া করেছিল ভিডিয়োতে তা দেখে মনে হয়েছিল যে নির্ঘাত সুইমিং পুলে পড়ে যাবে বিড়ালটি। কিন্তু মোটেই তা হয়নি। বুদ্ধিমান বিড়ালটি সামনে প্যাডেলবোর্ড পেয়ে তাতে পা দিয়ে চড়ে দিব্যি ভারসাম্য রেখে সুইমিং পুল পার করে অন্যদিকে পালিয়ে এসেছে। আর বোকা হয়ে গিয়ে সুইমিং পুলের উল্টো পাড়েই দাঁড়িয়ে ছিল কুকুরটি। দেখে মনে হচ্ছে যেন এভাবে তাকে একটা বিড়াল বোকা বানিয়ে যাবে এমন ঘটনার জন্য যেন একটুও প্রস্তুত ছিল না সে। নেটিজ়েনরা বলছেন, এমন মজার ভিডিয়ো সচরাচর দেখা যায় না। সত্যিই এই ভাইরাল ভিডিয়ো দেখে হাসি থামানো মুশকিল। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার বিভিন মাধ্যমে ভাইরাল হওয়া এই জাতীয় ভিডিয়ো মনে আনন্দ দেয়, মুখে হাসি ফোটায়।