Optical Illusion: সাহস করে এই ছবি থেকে তিনটে পেঁচাকে খুঁজে বের করতে পারবেন? একবার দেখুন তো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 06, 2022 | 3:19 AM

Owl Hidden Optical Illusion: গভীর জঙ্গলের ভিতরের একটা ছবি। আর সেই ছবিতেই লুকিয়ে রয়েছে তিনটে পেঁচা। আপনাকে তাদেরই খুঁজে বের করতে হবে। একবার চেষ্টা করে দেখুন তো।

Optical Illusion: সাহস করে এই ছবি থেকে তিনটে পেঁচাকে খুঁজে বের করতে পারবেন? একবার দেখুন তো
ভাল করে দেখুন তো, ওই তিনটে পেঁচাকে খুঁজে পান কি না।

Follow Us

বেশ কিছু অপটিক্যাল বিভ্রম রয়েছে যা আপনার মস্তিষ্ককে এমন জায়গায় সুড়সুড়ি দিতে পারে যেখানে আপনি সাহায্য করতে পারবেন না কিন্তু আপনার সমস্ত মনোযোগ সেগুলিতে দিতে পারবেন। অপটিক্যাল বিভ্রমগুলি আমাদেরকে সন্তুষ্টির অনুভূতি দিয়ে পরিবেশন করে যখন আমরা ক্যুইজটি সমাধান করি বা আমাদের যা মনে করা হয় তা খুঁজে পাই – এটি একটি মিষ্টি সাফল্য।

ঠিক এই কারণেই আজকাল অনলাইনে মানুষের মধ্যে অপটিক্যাল ইলিউশন এত জনপ্রিয়। ঠিক আছে, আমরা আপনার জন্য আরেকটি অপটিক্যাল বিভ্রম নিয়ে এসেছি, এবং এই সময় আপনাকে ছবিতে তিনটি পেঁচা খুঁজে বের করতে হবে।

কিছু লোক দাবি করে যে তিনটি পেঁচা খুঁজে পাওয়া অসম্ভব। যদিও কিছু লোক এটিকে সহজ মনে করে, অন্যরা দীর্ঘ সময় ধরে তাদের মাথা আঁচড়াতে থাকে। কিন্তু আপনি যদি এখনও এটি খুঁজে না পান, আমরা সাহায্য করতে প্রস্তুত.

পেঁচা কোথায় আছে তা দেখতে নীচের ছবিটি দেখুন। গাছে থাকা পেঁচাগুলি আপনার কাছে ঝাপসা মনে হবে, তবে যে তিনটিই খুঁজে পেতে সফল হবে তার অবশ্যই বিমানবাহিনীতে যোগদান করা উচিত।

Next Article