Viral Video Today: সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত অনেকেরই সারাদিনটা কাটে ফোন নিয়েই। সোশ্যাল মিডিয়ায় রিলস দেখা শুরু করলে সময় কোথা থেকে চলে যায়, তা বোঝাই যায় না। কিন্তু কোনও হনুমানকে কখনও সারাদিন শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে দেখেছেন? শুনেই অবাক হলেন তো? ভাবছেন হনুমান আবার ফোন দেখছে? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি হনুমান জামা কাপড় পরে পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে ফোন ঘাঁটছে। এই ভিডিয়ো পোস্ত হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হনুমান বিছানায় আরামে শুয়ে মানুষের মতো রিল স্ক্রোল করছে। হলুদ আর গোলাপি রঙের একটি জামা পরে আছে। এমনকি আপনি দেখলে অবাক হবেন, সে একটি একটি করে রিল দেখে টাচ স্ক্রিনে স্ক্রল করছে। আর পরের রিলটি চালাচ্ছে। এই দৃশ্য দেখার পর সবাই অবাক। ভিডিয়োটি এখনও পর্যন্ত কোটিরও বেশি বার দেখা হয়েছে, মাত্র চার লাখের বেশি মানুষ লাইক করেছেন।
ভিডিয়োটি দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। পোস্ট করতেই অনেকের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ বলেছেন, “আমি এর আগে এখনও পর্যন্ত এমন ভিডিয়ো দেখিনি।” আর এক ব্যক্তি কমেন্টে লিখেছে, “এটা দেখে বোঝা গেল বানর আসলেই আমাদের পূর্বপুরুষ।”