Monkeys Are Using Smartphones: বাঁদরের (Monkey) বাসন মাজা থেকে, অবিকল মানুষকে নকল করা, সবই এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। এমনিতেও প্রাণীদের মধ্যে বাঁদরের হুবহু মানুষকে নকল করার ক্ষমতা আছে। তাবলে বাঁদর ফোন ঘাঁটবে? অবাক হচ্ছেন তো? হ্যাঁ এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দু’টি বাঁদর শুধুই ফোন নিয়ে বসেই নেই। এমনকি ফোনের স্ক্রিন স্ক্রল (Screen Scroll) করছে। ফোনে টাচ (Touch Screen) করে কত রকম তার অঙ্গ ভঙ্গি! স্ক্রল করে একটার পর একটা ভিডিয়ো দেখছে। আপনি ভাবতে পেরেছিলেন কি বাঁদর মোবাইল ঘাঁটতে পারে? এখানে সেটাই হয়েছে। বাঁদর ফোন ঘাঁটছে। আর সেই ভিডিয়ো হু-হু করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। ভিডিয়োটিতে বাঁদর দু’টি বুঝিয়ে দিয়েছে তারাও ফোনের টাচস্ক্রিন অপারেট করতে পারদর্শী। ভাইরাল ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠবে।
Digital literacy for all…. pic.twitter.com/NQFcm2jjEU
— Harsh Goenka (@hvgoenka) January 16, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি তিনটি বাঁদরের সামনে একটি মোবাইল (Mobile) ধরে আছে। আর তারমধ্যেই একটি ছোট বাঁদর সেই মোবাইলটি নিয়ে ঘাঁটছে। অবাক করা ব্যাপার হল, ফোনটিকে আবার টাচ করে স্ক্রলও করছে। বাকি দু’টি বাঁদর কৌতুহলী চোখে তাকিয়ে আছে ফোনের দিকে। বাকি দু’টি বাঁদরের মধ্যে একটি বাঁদর একবার ফোনে টাচ করে দেখেও নিল। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটারে এই সুন্দর ভিডিয়োটি টুইট করেছেন। ভিডিয়োটির ক্য়াপশনে লিখেছেন, “ডিজিটাল সাক্ষরতা সবার জন্য।”
টুইটারে পোস্ট হওয়ার পর থেকে ঝরের বেগে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় 50 হাজারেরও বেশি ভিউ হয়েছে। এক হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন এবং অনেকে অনেক কমেন্টও করেছেন। এ বিষয়ে কমেন্ট করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “মানুষ এবং বাঁদরের মধ্যে ব্যবধান এইভাবে হ্রাস করা যায়।” আরও একজন মজার ছলে লিখেছেন,”এমন চলতে থাকলে খুব তাড়াতাড়ি বাঁদর এবার চশমা পরবে।” কেউ আবার লিখেছেন, ” আমার মনে হচ্ছে তারা জানে কিভাবে টাচ স্ক্রিন ব্য়বহার করতে হয়।” আরেকজন ঠাট্টা করে লিখেছে, ” ছোট বাঁদরটাকে দেখে মনে হচ্ছে সে বাকি দু’জনকে নাক গলাতে মানা করছে।”