Latest Viral video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়ার প্রবণতা আজকাল বেশ বেড়েছে। আর জীবনের ঝুঁকি নিয়ে পশুদের সঙ্গে তাদের ছবি বা ভিডিয়ো (Video) শেয়ার করতে পছন্দ করে অনেক মানুষই। এই ভিডিয়োগুলিও মানুষ দেখতে ভালবাসে, শেয়ারও করে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশিরভাগ ভিডিয়োতে লোকেরা তাদের পোষ্য প্রাণীর সঙ্গে ছবি বা ভিডিয়ো পোস্ট করে। প্রায়শই এই ধরনের প্রবণতা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর দেশগুলিতে দেখা যায়। যেখানে ধনী ব্যক্তিদের সিংহ, বাঘ বা ঈগল পুষতে দেখা যায়। কিন্তু ভাবুন, আপনি যদি সিংহের মতো বিপজ্জনক পশুর সামনে পড়েন, তাও তারই খাঁচায়, তাহলে আপনার কী অবস্থা হবে ভেবেছেন? একবার এই ঘটনা দেখুন। হাড় হিম হতে বাধ্য।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তির উপর তিনটি সিংহী ঝাপিয়ে পড়ে। আর তারপরেই সেই ব্যক্তি জীবন বাঁচানোর চেষ্টা করে দূরে পালায়। সেই মুহুর্তে লোকটির পাশে দাড়িয়ে থাকা দু’জন লোক সিংহী তিনটিকে তাড়ালেও, সেই ব্যাক্তিকে ফের আক্রমন করে। ভিডিয়োটিতে একটি ছোট শিশুকেও দেখা যাচ্ছে যে একটি খাঁচার দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং হামলার পরপরই সে পালিয়ে যায়। ওখানে উপস্থিত তৃতীয় ব্য়ক্তি পুরো ঘটনাটাই ভিডিয়ো করেছেন। ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে তিনটি সিংহ ওই লোকটিকে আক্রমণ করছে। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেন।
মালিক হিউম্যানস নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। শেয়ার করার পর থেকেই ভিডিয়োটি ভাইরাল। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 7.77 লাখ ভিউ পেয়েছে এবং এই 9.3 হাজার লাইকও পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, “তারা গৃহপালিত প্রাণী নয়। তাই তারা যে কোনও সময় আপনাকে আক্রমণ করতে পারে।” আর একজন কমেন্ট করেছেন,”আমি দেখেই চমকে উঠলাম।” তৃতীয় এক ব্য়ক্তি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,”আমি কিছুতেই বুঝতে পারছি না যে তারা কীভাবে সিংহের খাঁচায় পৌঁছল?”