ভারতীয় বিয়েবাড়ি মানে একরাশ হইহুল্লোড়। জমিয়ে পেটপুজোর পাশাপাশি, হাসি-মজা, নাচগান চলতে থাকে সবই। সাধারণত বিয়েবাড়িতে নেচে গেয়ে আসর জমান বর কিংবা কনের বন্ধুবান্ধবরা। অল্পবয়সীদের মধ্যেই নাচের হুজুগ দেখে যায় বেশি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে এনগেজমেন্ট পার্টিতে নাচের আসর মাতিয়ে দিয়েছেন বছর ৪৫- এর এক মহিলা। পরনে গোলাপি কামিজ। সঙ্গে ম্যাচিং প্লাজো প্যান্ট। ছিমছাম হাল্কা সাজ আর কাঁধে ফেলা দোপাট্টা একদম অন্য লুক দিয়েছে তাঁকে। নজর কেড়েছে তাঁর ব্লিচ করা হেয়ার স্টাইলও। সব মিলিয়ে সকলের মাঝে আলাদা হয়ে উঠেছিলেন ওই মহিলা।
শুধু সাজপোশাকেই নয়, নাচেও তিনি মাত দিচ্ছিলেন ওই পার্টিতে আগত তরুণ অতিথিদের। জানা গিয়েছে, এই মহিলার নাম মণিকা শর্মা। পেশায় শিক্ষক মণিকা পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। ভাইপোর এনগেজমেন্ট সেরিমনিতে জমিয়ে নাচ করতে দেখা গিয়েছে তাঁকে। নাচের ব্যাপারে মণিকার যে প্যাশন রয়েছে এবং যেকোনও আসরে তিনি যে বেশ জমিয়ে উপভোগ করতে পারেন, সেটা বলে দিচ্ছিল তাঁর প্রতিটি স্টেপ এবং মুভ। বিয়েবাড়িতে পছন্দের গানের সঙ্গে জমিয়ে নাচ করতে চান অনেকেই। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ডে পছন্দের ট্র্যাক বেজে উঠলে না নেচে কিন্তু থাকা যায় না। মণিকার ক্ষেত্রেও তাই হয়েছে। সাবলীল ভঙ্গিতে পছন্দের পাঞ্জাবি গানে মনের আনন্দে ভাংরা নেচেছেন তিনি। অনুষ্ঠান বাড়িতে লাইমলাইট একাই কেড়ে নিয়েছিলেন মণিকা।
দেখুন মণিকা শর্মার নাচের ভিডিয়ো
এদিকে পিসির নাচ দেখে তখন বেশ হাসি দেখা গিয়েছে ভাইপোর মুখে। সম্পর্কে পিসি শাশুড়িকে স্টেজে উঠে ভাংরা নাচতে দেখে খুশি পাত্রীও। পার্টিতে আগত এক যুবক আবার উৎসাহও দিয়ে গিয়েছেন মণিকাকে। সর্বোপরি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মণিকার ছেলে সনম। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করে সনম লিখেছেন ‘মাই রকিং মাদার’। ইতিমধ্যেই এই ভিডিয়োর ভিউ হয়েছে ১০ লক্ষেরও বেশি। নাচের প্রতি মণিকার ভালবাসা এবং আগ্রহ মনজয় করেছে নেটিজ়েনদেরও। সকলেই সাধুবাদ জানিয়েছেন তাঁকে। সেই সঙ্গে নেটিজ়েনদের অনেকেই মণিকার উদ্দেশ্যে বলেছেন, বয়স যাই হোক না কেন, তিনি যেন কোনওদিন নাচ না ছাড়েন।