Viral Video: জল সংরক্ষণ নিয়ে এই হাতি যদি কিছু করতে পারে, মানুষ কেন পারবে না? প্রশ্ন তুললেন খোদ নেটিজ়েনরা

ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা রমেশ পান্ডে তাঁর অ্যাকাউন্ট থেকে এই শিক্ষণীয় ভিডিয়োটি শেয়ার করেছেন। 'জল ও প্রাণী উভয়ই মূল্যবান, নিজের বেঁচে থাকার জন্য সংরক্ষণ করা উচিত।'

Viral Video: জল সংরক্ষণ নিয়ে এই হাতি যদি কিছু করতে পারে, মানুষ কেন পারবে না? প্রশ্ন তুললেন খোদ নেটিজ়েনরা
ভিডিয়ো থেকে নেওয়া ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 5:42 PM

বর্তমান সময়ে জল সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বেশি জলের ঘাটতি নজরে পড়ে গরমকালে। তবে এখন ঋতু বিশেষে জল সংরক্ষণের বিষয়টি আর হয়ে ওঠে না। জল সংরক্ষণ নিয়ে সচেতনতা এই মুহূর্ত থেকে তৈরি না হলে আগামী দিনগুলি যে ভয়ংকর কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি, জলশক্তি মন্ত্রালয়ের একটি টিউবওয়েল থেকে একটি হাতি জল তোলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

২৬ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপটিতে দেখা গিয়েছে, হাতিটি টিউবওয়েল থেকে জল তুলে শুঁড় দিয়ে পান করতে দেখা গিয়েছে। হাতিটি নিজের জন্য পর্যাপ্ত জল নিয়েই সন্তুষ্ট। যেটুকু তৃষ্ণা ততটুকুই জল খরচ করেছে সে। ভিডিয়োর ক্য়াপশনেও লেখা রয়েছে, ‘একটি হাতিও জলের প্রতিটি ফোঁটার গুরুত্ব বোঝে। তাহলে মানুষ কেন প্রাকৃতিক সম্পদের মূল্য বুঝতে পারে না? আসুন এবং এই হাতির কাছ থেকে জল সংরক্ষণ সম্পর্কে কিছু শিখি।’

দেখুন সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োটি ,

ভিডিয়োটি ইন্টারেনেট পোস্ট হওয়ার পর থেকেই হৈচৈ ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত ১৭ হাজারেরও বেশি এই ভিডিয়োটি দেখা হয়েছে। ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা রমেশ পান্ডে তাঁর অ্যাকাউন্ট থেকে এই শিক্ষণীয় ভিডিয়োটি শেয়ার করেছেন। ‘জল ও প্রাণী উভয়ই মূল্যবান, নিজের বেঁচে থাকার জন্য সংরক্ষণ করা উচিত।’ এমনটাই তিনি লিখেছেন।

সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিয়োটি দেখে নেটিজেনরা হাতির বুদ্ধি দেখে তাজ্জব বনে গিয়েছে। কেউ কেউ আবার তাকে ‘বুদ্ধিমান’ বলে উল্লেখ করেছেন।

একজন ইউজার কমেন্টে লিখেছেন, ‘খুবই বুদ্ধিমান. আমার যদি এর অর্ধেক জ্ঞান থাকত!’ অপর একজন মন্তব্য করেছেন, ‘হাতিরা খুব স্মার্ট। আমরা ভাগ্যবান।’

আরও পড়ুন:  Viral Video: মাঝ সমুদ্রে মুখোমুখি সাপ! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়