Viral Video: চেন্নাইয়ে ফের ভাইরাল হল ট্রাফিক পুলিশের ঘুষ নেওয়ার ভিডিয়ো

এর আগে, একজন গোয়েন্দা বিভাগের কনস্টেবলকে একজন ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। সেটাও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সকলের চোখে আসে।

Viral Video: চেন্নাইয়ে ফের ভাইরাল হল ট্রাফিক পুলিশের ঘুষ নেওয়ার ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 12:24 PM

তিরুমঙ্গলমে ট্রাক চালকদের কাছ থেকে ট্রাফিক পুলিশ কর্মীদের ঘুষ নেওয়ার একটি ভিডিয়ো ক্লিপ বৃহস্পতিবার ভাইরাল হয়েছে।

বুধবার সন্ধ্যায় ভিআর মলের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপে পথচারীদের দ্বারা এই ভিডিয়ো শেয়ার হয়। কোনও জনৈক পথচারীর নেওয়া এই ভিডিয়ো ইতিমধ্যেই ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে।

এক মিনিটের দীর্ঘ এই ভিডিয়োতে দেখা যায় যে একজন পুলিশ বেশ কিছুটা সময় ধরে একটা ট্রাককে দাঁড় করিয়ে রেখেছিল। পুলিশটি ট্রাকের পিছনে দাঁড়িয়ে দু’জন লোকের সঙ্গে কথা বলছিল। এরই কিছুক্ষণ পর পুলিশটিকে নিজের হাতে ঐ ট্রাকের লোকগুলির থেকে টাকা নিতে দেখা যায়। তারপর তিনি তাঁর প্যান্টের পকেটে সেই টাকা ঢুকিয়ে নিয়েছিলেন।

ভিডিয়োটি দেখে নিন:

পুলিশটিকে তিরুমঙ্গলম ট্রাফিক থানার শ্রীনিবাসন নামের ব্যক্তি বলে চিহ্নিত করা হয়েছে। যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন ট্রাফিক পুলিশের কর্মকর্তা বলেন, ভিডিয়োটির সত্যতা যাচাই করার জন্য তাঁদের দিক থেকে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র মারফত জানা যায়, ট্রাফিক পুলিশ কেবল ভারী যানবাহনকেই টার্গেট করেছিল। এমনকি জনৈক পথচারীদের সঙ্গে তর্কও করেছিলেন যাঁরা তাঁর এই কাণ্ডের ভিডিয়ো তুলেছিল। পুলিশটি তাঁদের ঐ জায়গা থেকে চলে যাওয়ার জন্য খুব রুক্ষভাবে কথা বলেন বলেও জানা গিয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, ট্রাফিক পুলিশ কর্মীদের ঘুষ নেওয়া থেকে বিরত রাখার জন্য বৃহত্তর চেন্নাই পুলিশ ই-চালান, পিওএস মেশিন এবং যাবতীয় ট্রাফিক সংক্রান্ত জরিমানা ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডলেস পদ্ধতিতে পরিশোধের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। এসবের মাঝেও এভাবে টাকা নেওয়ার ঘটনায় চেন্নাই পুলিশকে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

এর আগে, একজন গোয়েন্দা বিভাগের কনস্টেবলকে একজন ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। সেটাও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সকলের চোখে আসে। ভাইরাল হওয়া এই ভিডিয়োর জেরে সেই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তবে এক্ষেত্রে শ্রীনিবাসনের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে, আশা করা যায়, ঘটনার সত্যতা প্রমাণিত হলে, তাঁকেও বেশ কয়েকদিনের জন্য বরখাস্ত করা হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ঘুষ নেওয়ার পাশাপাশি ঘুষ দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ বলা হয়ে থাকে। কিন্তু আমরা সকলেই জানি, এমন কিছু মুহূর্ত আসে যেখানে যিনি ঘুষ চাইছেন, তাঁকে ঘুষ না দিয়ে বেরিয়ে আসা খুবই কঠিন হয়ে ওঠে। তবে সেক্ষেত্রে অবশ্যই আইনের দ্বারস্থ হতে হবে। পুরো পদ্ধতি আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও, নিজের সুরক্ষার স্বার্থেই আপনার ঘুষ দেওয়া এড়িয়ে চলা উচিত। নয়তো, আগামীকালে আপনি গুরুতর সমস্যার মুখে পড়তে পারেন।

আরও পড়ুন: প্যারালিম্পিকে ঘটল বিরল ঘটনা, গাইডের বিয়ের প্রস্তাবে সাড়া দিলেন মহিলা দৌড়বিদ