দু’মাথায় বাছুর। দেহের গড়ন আবার শুয়োরের মাথা। দুই মুখে আবার রয়েছে দুটো জিভ। অদ্ভুত দর্শন এই প্রাণীটি জন্মের পরেই মারা গিয়েছে। দুর্ভাগ্যবশত এই প্রাণীর জন্মদাত্রী অর্থাৎ মা প্রাণীও মারা গিয়েছে। এই অদ্ভুত দর্শন প্রাণীর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে মনে হবে এটা একটা সদ্যোজাত বাছুর এবং শুয়োরের সংমিশ্রণ। বলা ভালো, গরুর থেকে অনেক বেশি শুয়োরের মতো (এক্ষেত্রে দুটো শুয়োরের দেহ এবং মাথা) দেখতে এই প্রাণী।
রাশিয়ার Khakassia এলাকার Matkechik গ্রামে এই অদ্ভুত দর্শন প্রাণীর জন্ম হয়েছিল। পশু চিকিৎসকদের খবর দেন স্থানীয় এক চাষি। চলতি মাস অর্থাৎ অক্টোবরের শুরুতে এই ঘটনা ঘটেছিল। অদ্ভুত দেখতে এই বাছুর এবং শুয়োরের প্রাণীর সংমিশ্রণকে পরীক্ষা নিরীক্ষা করেছেন পশু চিকিৎসকরা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে এই প্রাণীর গায়ের রঙ শুয়োরের মতোই গোলাপি। গড়নও অনেকটা শুয়োরের মতোই। মুখের আদলেও রয়েছে মিল। এই প্রাণীটির মৃত্যুর পরই এই ছবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। শুয়োরের গায়ে যেমন লোমের চিহ্ন থাকে না, এক্ষেত্রেও তেমনটাই নজরে এসেছে।
মিউটেশনের মাধ্যমে এই প্রাণীর সৃষ্টি হয়েছিল। কিন্তু জন্মের পর আর বাঁচেনি সে। স্থানীয়রা জানিয়েছেন, মারা গিয়েছে তার জন্মদাত্রী মা-ও। ছবিতে দেখা গিয়েছে দু’চোখ বোঝা এবং জিভ বের হওয়া অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সদ্যোজাত প্রাণীর নিথর দেহ। ইতিমধ্যেই একটি বিবৃতিতে Department of Veterinary Medicine of the Ministry of Agriculture and Food of the Republic of Khakassia জানিয়েছে, রাশিয়ার ওই গ্রামে একটি বেসরকারি ফার্মে মিউটেশনের মাধ্যমে ওই প্রাণীর জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যে গাভী এই প্রাণীর জন্ম দিয়েছে, এটি তার প্রথম সন্তান বলে জানিয়েছেন মালিক। সদ্যোজাত প্রাণীটি মৃতপ্রায় অবস্থাতে জন্মেছিল বলেও জানিয়েছেন তিনি। রাশিয়ার Beysky জেলার Matkechik গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
পশু চিকিৎসক এবং গবেষকদের দল জানিয়েছেন, এভাবে সদ্যোজাতর জিনের অ্যাবনরমালিটির অন্যতম কারণ genome- এর পরিবর্তন। নির্দিষ্ট প্রাণীর বাহ্যিক এবং পারিপার্শ্বিক পরিবেশের কারণে এই মিউটেশন বা জিনের অ্যাবনরমালিটি দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর চিনে একটি দু’মাথার বাছুরের জন্ম হয়েছিল, যা তার দুটো মুখ দিয়ে জল খেতেই অভ্যস্ত ছিল।
আরও পড়ুন- Viral: বাবার কফিনের সামনে মেয়ের ‘আপত্তিকর’ ছবি! তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার
আরও পড়ুন- Viral Video: বেশ শান্তিতে হ্রদে সাঁতার কাটছিলেন যুবক…হঠাৎই তাড়া করে এল কুমির!