Viral: বাবার কফিনের সামনে মেয়ের ‘আপত্তিকর’ ছবি! তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার

সোশ্যাল মিডিয়া জুড়ে জেনি রিভেরার এই পোস্ট নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। বাবার কফিনের সামনে তোলা ছবি, তাও আবার এমন পোশাক পরে... সত্যিই অবাক হওয়ার মতোই বিষয়, বলছেন নেটিজ়েনরা।

Viral: বাবার কফিনের সামনে মেয়ের 'আপত্তিকর' ছবি! তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার
এই পোশাকেই বাবার কফিনের সামনে ছবি তুলেছিলেন তরুণী।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 6:18 PM

বাবা কফিনের সামনে ছবি তুলে দেদার সমালোচনার সম্মুখীন হয়েছেন এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সম্প্রতি ইনস্টাগ্রামে ওই তরুণী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে, যার সবকটিই বাবার কফিনের সামনে তোলা। তরুণীর পরনে ছিল কালো রঙে ‘বডি হাগিং’ টাইট ওয়েস্টার্ন পোশাক। আর তাতেই বেজায় চটেছেন নেটিজ়েনরা। ওই ছবি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সম্ভবত তীব্র রোষের মুখে পড়ে সেটাই করেছেন ওই তরুণী। কারণ এখন আর তরুণীর ইনস্টাগ্রামে ওইসব ছবি দেখা যাচ্ছে না।

জানা গিয়েছে, তরুণীর নাম জেনি রিভেরা। তিনি ফ্লোরিডার মায়ামির বাসিন্দা। ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয় জেনি। অসংখ্য ফ্যান-ফলোয়ারও রয়েছে তাঁর। কিন্তু জেনির সাম্প্রতিক এই ছবি দেখে বেজায় চটেছেন তাঁর অনুরাগী এবং অনুগামীরাও। সকলের একটাই প্রশ্ন, ‘বাবার কফিনের সামনে কীভাবে এমন আপত্তিকর, অশালীন পোশাক পরে ছবি তুলেছেন তিনি?’ বিশেষ করে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার তরুণীর পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। তাঁকে ইনসেনসিটিভ বলেও তোপ দেখেছেন নেটিজ়েনদের অনেকে।

জেনির শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টের একটি ছবিতে তাঁর বাবার শরীরের অংশ, ভাঁজ করা হাত দেখা গিয়েছে। তার উপরে আবার রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ভাগ্য ভাল যে ওই ব্যক্তির মুখ দেখা যায়নি, এমনটাই বলছেন নেটিজ়েনরা। জেনির পোস্ট থেকেই জানা গিয়েছে, তাঁর বাবা Post-traumatic stress disorder (PTSD)- এর শিকার হয়েছিলেন। এভাবে বাবার মৃত্যু হওয়ার পর কীভাবে ওই তরুণী তাঁর বাবার কফিনের সামনে দাঁড়িয়ে এমন ছবি তুললেন এবং সেটা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তা ভেবেই হয়রান হচ্ছেন নেটিজ়েনরা।

সোশ্যাল মিডিয়া জুড়ে জেনি রিভেরার এই পোস্ট নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। বাবার কফিনের সামনে তোলা ছবি, তাও আবার এমন পোশাক পরে… সত্যিই অবাক হওয়ার মতোই বিষয়, বলছেন নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ার ট্রোল এবং সমালোচনার ঝড়ে সম্ভবত পোস্ট ডিলিট করেও দিয়েছে জেনি। কিন্তু তাঁকে নিয়ে জল্পনার অবসান হচ্ছে না।

আরও পড়ুন- Viral Video: প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুই মহিলাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মহিলা! রাস্তাতেই দুই মহিলার মারধর…

আরও পড়ুন- Viral Video: বেশ শান্তিতে হ্রদে সাঁতার কাটছিলেন যুবক…হঠাৎই তাড়া করে এল কুমির!

আরও পড়ুন- Viral Video: মাস্ক না পরায় বসতে দেওয়া হল না রেস্তোরাঁয়, গালাগাল করার জন্য মুখে সপাটে ঘুষি!