Viral Video: মাস্ক না পরায় বসতে দেওয়া হল না রেস্তোরাঁয়, গালাগাল করার জন্য মুখে সপাটে ঘুষি!

মাস্ক ছাড়া রেস্তোরাঁয় বসার জায়গা দেওয়া হবে না জানার পর সেই ব্যক্তি অত্যন্ত রেগে যান। এমনকি তিনি খাবার ছোঁড়াছুঁড়িও শুরু করেন। তারপরই ঘটল এই ঘটনা...

Viral Video: মাস্ক না পরায় বসতে দেওয়া হল না রেস্তোরাঁয়, গালাগাল করার জন্য মুখে সপাটে ঘুষি!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 11:49 AM

ঘটনাটা নতুন না হলেও আখেরে বিষয়টা খুব চিন্তাজনক। এমন আগেও হয়েছে যে কেউ মাস্ক পড়ে রেস্টুরেন্টে না যাওয়ায় তাকে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, এমনকি মাস্ক না পরা ব্যক্তিও অনেক জায়গাতেই ঝামেলার তৈরি করেছেন। কিন্তু, মাস্ক না পরা নিয়ে মারপিট বেঁধে যাওয়াটা কিছুটা অতিরিক্ত মনে হতেই পারে।

এই ধরনের ঘটনা ঘটেছে যখন একজন মাস্ক না পরা ব্যক্তি রেস্টুরেন্টে ঢুকে ঝামেলার তৈরি করেন তখন। শেষ পর্যন্ত ব্যাপারটা এতটাই নোংরা জায়গায় পৌঁছয় যে মাস্ক না পরা ব্যক্তিকে সজোরে একটা ঘুষি খেতে হয় যার ফলে তিনি মেঝেতে পড়ে যান। যদিও, প্রথম থেকে অশ্লীল ভাষার প্রয়োগ থেকে শুরু করে গায়ে হাত তোলা পর্যন্ত সমস্ত ব্যাপারটাই উনিই শুরু করেছিলেন। কী হয়েছিল, জেনে নিন…

ভিডিয়োটি দেখুন:

মাস্ক ছাড়া রেস্তোরাঁয় বসার জায়গা দেওয়া হবে না জানার পর সেই ব্যক্তি অত্যন্ত রেগে যান। এমনকি তিনি খাবার ছোঁড়াছুঁড়িও শুরু করেন। কিছু সময় পড়ে তিনি অশ্লীল ভাষার প্রয়োগও করেন। কিন্তু তাঁর এই আক্রমণাত্মক আচরণ খুব বেশিক্ষণ চলেনি। কারণ যখন তিনি একজন ব্যক্তির গায়ে হাত তোলেন ঠিক সেই সময় পেছন থেকে  একজন লোক প্রায় ছুটে এসেই তাঁর মুখে সজোরে একটি ঘুষি মারেন।

নাটকীয় দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে অনলাইনে শেয়ার করা হয়। এটি এখন ৩ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। লোকটিকে ঘুষি মারার আশেপাশের কিছুজনের তাতে সমর্থন ছিল বলেই জানা যায় এই ভিডিয়ো থেকে।

এই ঘটনার পড়ে লোকটি উঠে দাঁড়ায় আর কয়েক সেকেন্ড পরে নিজের চশমা ছাড়াই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। এর পড়ে এই ঘটনার আর কোনও প্রতিক্রিয়া হয়েছে কি না সে বিষয়ে কিছুই জানা যায় নি।

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

আরও পড়ুন: মাঠের বাইরে এ কোন রূপে মহিলা ক্রিকেট দলের এই সদস্যরা? দেখুন ভাইরাল ভিডিয়োয়