Viral Video: মাথায় ফ্রিজ নিয়েই ব্যস্ত রাস্তায় সাইকেল রাইডিং, ছেলের ব্যালান্স দেখে নেটিজ়েনদের মাথায় হাত

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 05, 2023 | 8:02 PM

Viral Video Today: আসলে একটি ব্যস্ত রাস্তার মোড়ে সাইকেল চালাচ্ছিল ছেলেটি। তাতে অসুবিধার কী আছে! সাইকেল তো যে কেউ-ই চালাতে পারে! আসলে সাইকেল চালানোর সময় ওই ছেলেটার মাথায় ছিল একটি ফ্রিজ। হ্যাঁ, সুবিশাল একটি ফ্রিজ মাথায় বহন করে সাইকেল চালাচ্ছিল ছেলেটি।

Viral Video: মাথায় ফ্রিজ নিয়েই ব্যস্ত রাস্তায় সাইকেল রাইডিং, ছেলের ব্যালান্স দেখে নেটিজ়েনদের মাথায় হাত
ছেলের ব্যালান্সিং ক্ষমতা দেখে সকলে অবাক!

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ভিডিয়ো আমাদের নজরে আসে, যা দেখে আমরা অবাক হয়ে যাই। মানুষজনের মধ্যে ভাইরাল হওয়ার যে উদগ্র বাসনা লক্ষ্য করা যায়, তাতে যে যা খুশি করতে পারেন! সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে, যা দেখে আপনি নিজের চোখ দুটোকেও বিশ্বাস করতে পারবেন না! একটি ছেলের আশ্চর্যজনক কীর্তি নেটদুনিয়ার মানুষজনের নজর কেড়ে নিয়েছে। ছেলেটা কী কাণ্ড করেছে, তা জানতে আপনি নিশ্চয়ই এবার ছটফট করছেন!

আসলে একটি ব্যস্ত রাস্তার মোড়ে সাইকেল চালাচ্ছিল ছেলেটি। তাতে অসুবিধার কী আছে! সাইকেল তো যে কেউ-ই চালাতে পারে! আসলে সাইকেল চালানোর সময় ওই ছেলেটার মাথায় ছিল একটি ফ্রিজ। হ্যাঁ, সুবিশাল একটি ফ্রিজ মাথায় বহন করে সাইকেল চালাচ্ছিল ছেলেটি। দেখার মতো বিষয়টি হল, অসামান্য কায়দায় ভারসাম্যও বজায় রেখে চলেছিল সে, যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে বাধ্য।


ইনস্টাগ্রামে barstoolsports নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পরবর্তীতে তা অন্যান্য আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শেয়ার করা হয়। গত 3 সেপ্টেম্বর ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 72 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রায় 2 লাখ 35 হাজারের কাছাকাছি লাইক পড়েছে ভিডিয়োটিতে। নেটিজ়েনরা এই ছেলেটির ঘাড়কে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘাড়’ বলেছেন।

ভিডিয়োটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের। ব্যবহারকারীদের একজন লিখছেন, ‘মাথায় এত ভারী একটা জিনিস নিয়ে কীভাবে যে একটা মানুষ সাইকেল চালাচ্ছেন, ভারসাম্য বজায় রেখেছেন, তা সত্যিই অবাক করার মতো।’ আর একজন আবার মজার স্বরেই যোগ করলেন, ‘আমার সম্পর্কটা যেন এই ভাইয়ের ঘাড়ের মতো শক্তিশালী হয়।’

Next Article