Viral Video: ডজন খানেক কোবরাদের স্নান করাচ্ছেন অকুতোভয় ব্যক্তি, নেটিজ়েনদের আত্মারাম খাঁচা ছাড়া

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 05, 2023 | 8:49 PM

Viral Video Today: নির্ভীক সেই লোকটি কয়েক ডজন বাচ্চা কোবরাকে স্নান করাচ্ছেন। চ্যান্ডেলার্স ওয়াইল্ড লাইফ নামক একটি ইউটিউব পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সাহসী ওই ব্যক্তি নিজেকে 'প্রাণী এবং সরীসৃপ আসক্ত' হিসেবে দাবি করেন। সাপেদের নিয়েই তিনি বসবাস করেন, বিভিন্ন প্রজাতির বিষধর সাপেদের দেখভাল করেন।

Follow Us

Latest Viral Video: সাপেদের ভয় পান না এমন মানুষ সত্যিই হাতে গুনে মাত্র কয়েকজনকে পাওয়া যাবে। এ এক এমনই ফোবিয়া, যা একটা বড় অংশের মানুষের মধ্যে দেখা যায়। সাপ দেখলে অনেকের মধ্যেই তৎক্ষণাৎ ভয় গ্রাস করে। কিন্তু এমন কিছু মানুষ আছেন, সাপেদের প্রতি যাঁদের মুগ্ধতা দেখলে সত্যিই যে কারও ভ্রুকুঞ্চিত হয়। কিছু মানুষ আবার এমনও আছেন, সাপ যাঁদের কাছে একপ্রকার পোষ্য প্রাণীর মতোই। সেরকমই একটা ইউটিউব ভিডিয়ো রীতিমতো হইচই ফেলে দিয়েছে। অকুতোভয় এক ব্যক্তিকে দেখা গিয়েছে, সাপেদের নির্ভয়ে স্নান করাতে। সেই ভিডিয়ো এখন চূড়ান্ত ভাইরাল।

ভিডিয়োতে দেখা গিয়েছে, নির্ভীক সেই লোকটি কয়েক ডজন বাচ্চা কোবরাকে স্নান করাচ্ছেন। চ্যান্ডেলার্স ওয়াইল্ড লাইফ নামক একটি ইউটিউব পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সাহসী ওই ব্যক্তি নিজেকে ‘প্রাণী এবং সরীসৃপ আসক্ত’ হিসেবে দাবি করেন। সাপেদের নিয়েই তিনি বসবাস করেন, বিভিন্ন প্রজাতির বিষধর সাপেদের দেখভাল করেন। দিন দুয়েক আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 247K ছাপিয়ে গিয়েছে। আর সেই সংখ্যাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। ভিডিয়োর কমেন্ট সেকশন প্লাবিত হয়েছে মানুষের বিস্ময়, উদ্বেগ এবং নিছক আতঙ্কে। একজন লিখছেন, ‘সত্যিই এই ভিডিয়ো আমার মনে ভয় ধরিয়ে দিল!’ আর একজন যোগ করেছেন, ‘আমি হয়তো আপনাকে ব্যক্তিগত ভাবে চিনি না। তবে আপনার জন্য আমার বড়ই ভয় হচ্ছে। আপনি বরং লোকজনের প্রশংসায় বয়ে না গিয়ে নিরাপদে থাকার চেষ্টা করুন।’

ভিডিয়োটি পরিষ্কার করে দিয়েছে, সাপেদের নিয়ে তৈরি ভিডিয়োও মানুষের মনে কতটা ভয় ধরাতে পারে! ভিডিয়োর ক্যাপশনে স্রেফ লেখা হয়েছে, ‘বাচ্চা কোবরাদের স্নান করানো হচ্ছে।’

Latest Viral Video: সাপেদের ভয় পান না এমন মানুষ সত্যিই হাতে গুনে মাত্র কয়েকজনকে পাওয়া যাবে। এ এক এমনই ফোবিয়া, যা একটা বড় অংশের মানুষের মধ্যে দেখা যায়। সাপ দেখলে অনেকের মধ্যেই তৎক্ষণাৎ ভয় গ্রাস করে। কিন্তু এমন কিছু মানুষ আছেন, সাপেদের প্রতি যাঁদের মুগ্ধতা দেখলে সত্যিই যে কারও ভ্রুকুঞ্চিত হয়। কিছু মানুষ আবার এমনও আছেন, সাপ যাঁদের কাছে একপ্রকার পোষ্য প্রাণীর মতোই। সেরকমই একটা ইউটিউব ভিডিয়ো রীতিমতো হইচই ফেলে দিয়েছে। অকুতোভয় এক ব্যক্তিকে দেখা গিয়েছে, সাপেদের নির্ভয়ে স্নান করাতে। সেই ভিডিয়ো এখন চূড়ান্ত ভাইরাল।

ভিডিয়োতে দেখা গিয়েছে, নির্ভীক সেই লোকটি কয়েক ডজন বাচ্চা কোবরাকে স্নান করাচ্ছেন। চ্যান্ডেলার্স ওয়াইল্ড লাইফ নামক একটি ইউটিউব পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সাহসী ওই ব্যক্তি নিজেকে ‘প্রাণী এবং সরীসৃপ আসক্ত’ হিসেবে দাবি করেন। সাপেদের নিয়েই তিনি বসবাস করেন, বিভিন্ন প্রজাতির বিষধর সাপেদের দেখভাল করেন। দিন দুয়েক আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 247K ছাপিয়ে গিয়েছে। আর সেই সংখ্যাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। ভিডিয়োর কমেন্ট সেকশন প্লাবিত হয়েছে মানুষের বিস্ময়, উদ্বেগ এবং নিছক আতঙ্কে। একজন লিখছেন, ‘সত্যিই এই ভিডিয়ো আমার মনে ভয় ধরিয়ে দিল!’ আর একজন যোগ করেছেন, ‘আমি হয়তো আপনাকে ব্যক্তিগত ভাবে চিনি না। তবে আপনার জন্য আমার বড়ই ভয় হচ্ছে। আপনি বরং লোকজনের প্রশংসায় বয়ে না গিয়ে নিরাপদে থাকার চেষ্টা করুন।’

ভিডিয়োটি পরিষ্কার করে দিয়েছে, সাপেদের নিয়ে তৈরি ভিডিয়োও মানুষের মনে কতটা ভয় ধরাতে পারে! ভিডিয়োর ক্যাপশনে স্রেফ লেখা হয়েছে, ‘বাচ্চা কোবরাদের স্নান করানো হচ্ছে।’

Next Article