Viral Video: আইসক্রিম সেন্টারের সামনে গানের তালে উদ্দাম নাচ মহিলার, হঠাৎ জমে গেল ভিড়!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 06, 2023 | 2:13 PM

Latest Viral Video: এই ভিডিয়োটি @parvej_turkish নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 1 লাখ 28 হাজারের বেশি মানুষ দেখেছেন এবং প্রচুর মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, "এই প্রথম কাউকে দেখলাম যে তুর্কি স্টাইলের আইসক্রিম বিক্রেতাকে হারিয়ে দিল।"

Viral Video: আইসক্রিম সেন্টারের সামনে গানের তালে উদ্দাম নাচ মহিলার, হঠাৎ জমে গেল ভিড়!

Follow Us

তুর্কি স্টাইলের আইসক্রিম দোকানগুলো (Turkish ice cream vendor) এখন প্রায় অনেক জায়গাতেই দেখা যায়। বেশ অনেকদিন ধরেই এটি ট্রেন্ডে রয়েছে। এই দোকানে বিক্রেতার আইসক্রিম দেওয়ার স্টাইল একেবারেই অন্যরকম হয়। ফলে বহু মানুষই তা পছন্দ করে। বিভিন্ন রকম শৈলী দিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ ব্যস্ত রাখবে দোকানের সামনে। তারপরেই অবশেষে আপনি সেই আইসক্রিম হাতে পাবেন। এক কথায় তারা নাজেহাল করে ছাড়বে আপনাকে। তবে পুরো ব্যাপারটাই বেশ মজার। এবার এই দোকানের সামনেই এক মহিলা নেচে উঠলেন। আর তার নাচ দেখে হতবাক সেখানে উপস্থিত মানুষজন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোকানে বেশ জোরে গান চলছে। আর দোকানের সামনে হঠাৎই নাচতে শুরু করলেন এক মহিলা। প্রথমে দোকানদারও বুঝে উঠতে পারেননি যে কী হল। তারপরে তিনিও একটি তাল মেলালেন সেই মহিলার সঙ্গে। চারপাশ দেখে মেলা বলেই মনে হচ্ছে। মেলায় আরও অনেক লোক আছে। তাদের নজরও কাড়ছেন সেই মহিলা। তারপরে সেই মহিলার সঙ্গে দিতে এক যুবকও কয়েক সেকেন্ডের জন্য যোগ দেয়। তারপরে চলে যায়।


এই ভিডিয়োটি @parvej_turkish নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 1 লাখ 28 হাজারের বেশি মানুষ দেখেছেন এবং প্রচুর মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই প্রথম কাউকে দেখলাম যে তুর্কি স্টাইলের আইসক্রিম বিক্রেতাকে হারিয়ে দিল।” এছাড়া আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মহিলার নাচ দেখার জন্য সেখানে ভিড় হয়ে গিয়েছে।”

Next Article