Optical Illusion: রান্নাঘরে একটা ইঁদুর ঢুকে পড়েছে, কেউ খুঁজে পাচ্ছে না, আপনি একবার দেখুন তো
এই যে ছবিটা আপনি দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা রান্নাঘর রয়েছে। রান্নাঘরের যাবতীয় সরঞ্জামও নিশ্চয়ই আপনার নজরে আসছে। এই রান্নাঘরেই ঢুকে পড়েছে একটি ইঁদুর। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার নজরে আসার কথা।
অপটিক্যাল ইলিউশন নিয়ে ইন্টারনেটের মানুষজনের একটা আলাদা আগ্রহ রয়েছে। একটা ছবি আট থেকে আশি সকলকেই তীব্র ধন্দের মধ্যে ফেলে দেয়। আর সে সব ছবির মধ্যে অদ্ভুত মুগ্ধতাও থাকে। সবথেকে বড় কথা হল এই ছবিগুলির গুণাগুণের বিচার করতে বসলে আপনি সম্ভবত ক্লান্ত হয়ে যাবে। ছবিগুলি যেমন আপনার দৃষ্টিশক্তি বাড়াতে পারে, তেমনই আবার আপনার আইকিউ লেভেলও বাড়াতে পারে।
শুধু তাই নয়। কিছু আবার এমন অপটিক্যাল ইলিউশনও থাকে, যেগুলি আপনার ব্যক্তিত্বের কোনও এক গোপন দিক সম্পর্কে অজানা তথ্য তুলে ধরতে পারে। তাহলে বুঝতে পারছেন তো, সামান্য একটা ছবি আপনার জন্য কত দিক থেকে ভাল হতে পারে। সব বাদ দিন। ছবিটাকে যদি ধাঁধা হিসেবেও ধরেন, তাহলেও তা আপনার বিনোদনের অন্যতম মাধ্যম হতে পারে। প্রতিদিনই আমরা আপনাদের জন্য একপ্রকার নিয়ম করেই এই ধরনের ছবিগুলি নিয়ে আসি।
আবারও আমরা সেরকমই একটা ছবি নিয়ে এসেছি, যা আপনাকে দীর্ঘক্ষণ ভাবাতে বাধ্য করবে। এই যে ছবিটা আপনি এখানে দেখছেন, এখানে একটা ইঁদুর লুকিয়ে রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই যদি সেই ইঁদুরটিকে আপনাকে খুঁজে বের করতে বলা হয়, পারবেন? চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করছেন তো তাহলে?
এই যে ছবিটা আপনি দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা রান্নাঘর রয়েছে। রান্নাঘরের যাবতীয় সরঞ্জামও নিশ্চয়ই আপনার নজরে আসছে। এই রান্নাঘরেই ঢুকে পড়েছে একটি ইঁদুর। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার নজরে আসার কথা। যদি দেখতে পান খুব ভাল কথা! আর যদি আপনার নজরে তা না আসে, তাহলে নিচের ছবিটা একবার দেখে নিন। তাহলেই বুঝে যাবেন, ইঁদুরটি কোথায় লুকিয়ে ছিল।