Latest Optical Illusion: একটি নতুন ধাঁধা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখার পরে মানুষজন মাথা চুলকেই চলেছেন! একটা জঙ্গলের ছবি, যেখানে একটি প্রকাণ্ড গাছের শিকড় দেখা যাচ্ছে। সেই জঙ্গলের আশপাশেও রয়েছে একাধিক গাছপালা। আর সেই জঙ্গলেই (Jungle) লুকিয়ে রয়েছে একটি সাপ। মুশকিল একটাই। সাপটা কারও নজরে আসছে না। এই সাপ তাঁদের কাছেই দৃশ্যমান হবে, যাঁদের নজর ঈগলের মতোই তীক্ষ্ণ। এই অপটিক্যাল ইলিউশনটি আপাতত নেটিজ়েনদের মন কেড়ে নিয়েছে। বেশিরভাগ মানুষই সেই সাপটিকে খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে। আপনি যদি মনে করেন লুকিয়ে থাকা সাপটিকে (Snake) কয়েক সেকেন্ডে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি এই চ্যালেঞ্জ নিতে পারেন।
আপনি যদি আপনার বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ দক্ষতার ক্ষমতা পরিমাপ করার জন্য একটি কৌশল খুঁজছেন, তাহলে এই ছবিটি দেখুন। যদিও এই অপটিক্যাল ইলিউশনের সৃষ্টিকারী অনেকেরই মন খারাপ করে দিয়েছেন। কারণ, অনেক চেষ্টার পরেও ছবিটি থেকে সাপ খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে উঠেছে। দাবি করা হয়েছে, মাত্র 1 শতাংশ সাপটিকে খুঁজে বের করতে পেরেছে। আপনি কি মনে করেন? 5 সেকেন্ডে আপনি সাপটিকে খুঁজে পাবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার সময় এখন শুরু হল।
যাই বলুন না কেন, আজকের এই অপটিক্যাল ইলিউশনের পরীক্ষাটি বেশ জটিল। ছবিতে সাপটি কিন্তু আপনার চোখের সামনেই রয়েছে। তবে এমন একটি মায়া আছে ছবিতে, যেখানে খুব সহজে সাপটি দেখা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি এই ছবির ধাঁধার সমাধান করে, আপনার পর্যবেক্ষণ দক্ষতা উন্নত করতে পারেন।
মনে রাখবেন, ছবিতে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে পেতে আপনার হাতে সময় আছে মাত্র 5 সেকেন্ড। এখন ভাল করে দেখুন, আপনি এখানে কোনও সাপ দেখতে পেলেন কি না। একটা ছোট্ট ইঙ্গিতও দিয়ে রাখি। গাছের আশেপাশে ঘোরাফেরা করছে সাপটি। তাড়াতাড়ি করুন, এবার কিন্ত সময় ফুরিয়ে আসছে।
এখনও পারলেন না? সময় কিন্তু শেষ। এখনও না পারলে এবার নিচের ছবিটি দেখে নিন।