Personality Test: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু টেস্ট রয়েছে, যা বলে দিতে পারে মানুষ হিসেবে আপনি কেমন? সেই পরীক্ষার নামই অপটিক্যাল ইলিউশন। একটা ছবিতে আপনি যা দেখবেন, শেষমেশ কিন্তু সেখান থেকে অন্য কিছু বেরোবে। সাধারণত এই ধরনের অপটিক্যাল ইলিউশনগুলিতে অন্তর্নিহিত কিছু অর্থ থাকে। ছবিগুলি এক-একজনের কাছে এক-একরকম ভাবে ধরা দেয়। তবে দর্শক প্রথমে যা দেখবেন, তা-ই বলে দেবে তাঁর ব্যক্তিত্বের বিশেষ কোনও এক দিক। যেমন এই ছবিটা। এখানে কী দেখতে পাচ্ছেন আপনি? একটাই প্রাণী দেখছেন, নাকি অনেক প্রাণী? ছবি থেকে প্রথমে আপনার নজরে যে প্রাণীটা ধরা দেবে, তা আপনার ব্যক্তিত্ব সম্পর্ক এমন কিছু বলতে পারে, যা হয়তো আপনি এতদিন জানতেনই না।
খুব ভাল করে ছবিটা একবার দেখে বলুন তো, কী দেখছেন এখানে? গাছ দেখলেন নাকি মাছ? নাকি গাছ ও মাছ দুই-ই দেখলেন? নাকি আরও অনেক কিছুই দেখতে পেলেন? তাহলে বলে রাখি, এই ছবি থেকে আপনি একটা বা দুটো জিনিস নয়, দেখতে পাবেন চার-চারটে জিনিস। মনোক্রোম মোডের এই সাদা কালো ছবিটিতে রয়েছে একটি মাছ, এক সিংহী, একটি গাছ এবং একটি গোরিলা। এখন এদের মধ্যে থেকে ছবিতে আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন? যাই দেখবেন, তাই বলবে মানুষ হিসেবে আপনি কেমন, বলবে কোন ধরনের রোম্যান্টিক সঙ্গী আপনার উপযুক্ত?
প্রথমে যদি গোরিলা দেখেন
প্রথমেই যদি এই ছবিতে আপনার নজরে একটি গোরিলা আসে, তাহলে বলতে হয় আপনি কঠিন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। প্রতিটি বিষয়ে আপনি পারফেক্ট থাকতে পছন্দ করেন, প্রত্যেকটা বিষয়ের পারফেকশনে আপনি বিশ্বাসী। তবে আপনি আপনার মতোই অনুরূপ প্রকৃতির লোক খোঁজেন। অন্যরা আপনাকে সম্মান করেন, অনেকে আবার আপনাকে আদর্শ হিসেবেও মানেন। তবে, কিছু সময় আপনার সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি আপনাকে অনেকের থেকে দূরে ঠেলে দেয়। আবার রোম্যান্সের ক্ষেত্রেও আপনি আপনার মতোই মানুষ খোঁজেন।
প্রথমে যদি গাছ দেখেন
এই ছবিতে প্রথমেই যদি আপনি একটি গাছ দেখতে পান, তাহলে আপনি অত্যন্ত শান্ত ব্যক্তিত্বের মানুষ এবং বন্ধু ও সহকর্মীদের গ্রুপে আপনাকে ভাল পর্যবেক্ষক হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুত্বের সম্পর্ক আপনি পছন্দ করেন। বন্ধুরাও আপনাকে আঁকড়ে ধরে রাখতে চান। বন্ধুবান্ধব, আত্মীয়সজন এবং যাঁদের আপনি কাছের বলে ভাবেন, তাঁদের একটু ছোট চেনাশোনার গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখতে ভালবাসেন। আপনি তাঁদের প্রতিই আকর্ষিত হন, যাঁরা আপনাকে তাঁদের চেহারা, চিন্তাভাবনা এবং কাজ দিয়ে মোহিত করতে পারে। আপনি এমন সঙ্গীকে আপনার পাশে দেখতে ভালবাসেন, যিনি প্রতি মুহূর্তে আপনার মনে জোর দিতে পারেন।
প্রথমে যদি মাছ দেখেন
যদি প্রথমে মাছ দেখেন, তাহলে আপনি নরম মনের মানুষ। যে সব মানুষজন খুব কোলাহলপূর্ণ, হইচই করেন সর্বদা, আপনি তাঁদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে ভালবাসেন। বুদ্ধিজীবী মানুষজনের সঙ্গে কথা বলতে ভালবাসেন আপনি। আপনি এমন সঙ্গীর খোঁজ করেন, যিনি আপনার সবথেকে ভাল বন্ধু। আপনি এমন কারও খোঁজ করেন, যিনি আপনার আবেগ ও অনুভূতিটা ধরতে পারেন, আপনাকে বুঝতে পারেন। আপনার সঙ্গী অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ।
প্রথমে যদি সিংহী দেখেন
ছবিতে প্রথমে যদি সিংহী দেখেন, তাহলে আপনি খুব শক্তিশালী একজন মানুষ। যে কোনও পরিস্থিতিতে আপনার দৃঢ় মতামত আপনাকে শক্তিশালী করে তোলে। প্রতিকূল পরিস্থিতিতেও সিদ্ধান্তে অবিচল থাকেন বলে আপনার মন পরিবর্তন করার কাজটা মোটেই সহজ নয়। আপনার বন্ধুবান্ধবের সার্কেলটিতে বিভিন্ন চরিত্রের মানুষজন রয়েছেন। সঙ্গী হিসেবে আপনি সেই মানুষটাকেই পছন্দ করেন, যিনি আপনার সিদ্ধান্তকে মান্যতা দেন।