Optical Illusion: এই ছবিতে অসংখ্য পড়ুয়ার মাঝে লুকিয়ে তিনটে পেঁচা, লক্ষ্মীপুজোর দিন তাঁর বাহনকে খুঁজে পেলেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 09, 2022 | 11:35 PM

Owl Search Optical Illusion: রবিবার, ৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। আর আজ আমরা আপনাদের জন্য এমনই এক ছবির ধাঁধা নিয়ে হাজির হয়েছি, যাতে রয়েছে লক্ষ্মীরই বাহন। এই স্কুলপড়ুয়াদের ভিড় থেকে তিনটে পেঁচাকে খুঁজে বের করতে পারবেন?

Optical Illusion: এই ছবিতে অসংখ্য পড়ুয়ার মাঝে লুকিয়ে তিনটে পেঁচা, লক্ষ্মীপুজোর দিন তাঁর বাহনকে খুঁজে পেলেন?
লক্ষ্মীপুজোর দিনে তাঁর বাহনকে খুঁজে পেলেন?

Follow Us

Viral Optical Illusion: অপ্টিক্যাল ইলিউশন হালফিলের এক্কেবারে হট টপিক! আপনি দেখছেন এক, ভাবছেন এক, আর সেটা হচ্ছে অন্য কিছু এক, ছবির ধাঁধাগুলি এতটাই বিভ্রান্তিকর। আর সেই ধাঁধাগুলির সঠিক উত্তর খুঁজে বের করার কাজটাও ঠিক ততটাই মজার। বেশির ভাগ অপ্টিক্যাল ইলিউশনের ছবিই আপনার মস্তিষ্কের বিরাট পরীক্ষা নেয়। শুধু তাই নয়। কখনও-কখনও আবার কিছু অপ্টিক্যাল ইলিউশন আপনার ব্যক্তিত্বের কোনও একটা দিক তুলে ধরতে পারে। রবিবার, ৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। আর আজ আমরা আপনাদের জন্য এমনই এক ছবির ধাঁধা নিয়ে হাজির হয়েছি, যাতে রয়েছে লক্ষ্মীরই বাহন। যে ছবিটা আপনি দেখছেন, তাতে সবাই স্কুলপড়ুয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিন্তু তাদের মাঝেই লুকিয়ে রয়েছে তিনটি পেঁচা। আপনাকে খুঁজে বের করতে হবে ওই তিনটে পেঁচাকেই।

এই ধাঁধাটি যত সোজা ভাবছেন, ঠিক ততটা নয়। কারণ, এই বাচ্চাদের মুখের অভিব্যক্তিতে প্রথমে নজর যাবে আপনার। কারও মুখে দেখবেন, খুব হাসি। কারও বা মুখ একটি গোমড়া। কারও হাতে আবার ব্যাগ রয়েছে। একজনের হাতে আবার একটি কমলা রঙের বিড়াল রয়েছে। আর এই এত পড়ুয়ার মাঝেই লুকিয়ে রয়েছে একটা বা দুটো নয়, তিন-তিনটে পেঁচা। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন তাদের খুঁজে বের করার কাজটি ৩০ মিনিটের মধ্যে আপনি কি পারবেন?

চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করেছেন নাকি? তাহলে এবার সমাধানের দিকে ধীরে ধীরে এগোনো যাক। ছবিটি একবার ভাল করে খুঁটিয়ে দেখুন। এবার ছবিটার ঠিক উপরে বাঁ দিকে একবার তাকান। সেখানে চার-পাঁচজন পড়ুয়ার মাঝেই লুকিয়ে রয়েছে পেঁচাদের ওই দল। একজন পড়ুয়ার চোখে দেখবেন চশমাও রয়েছে। আর তাদের মাঝেই দেখবেন একটা সাদা অংশ, যেখানে পেঁচার চোখ জ্বলজ্বল করছে।

ক্লু অনুযায়ী মেলাতে পারলেন? নাকি এখনও খুঁজে পেলেন না। যদি খুঁজে না পান এখনও, তাহলে উপরের ছবিটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, কোথায় ওই তিন পেঁচা লুকিয়ে ছিল এতক্ষণ।

Next Article