Zomato Agent Greeted: ঘণ্টাখানেক দেরি, আরতির থালা সাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জ়োম্যাটো ডেলিভারি এজেন্টকে, মন ভাল করা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 08, 2022 | 6:16 PM

Latest Viral Video: এক ব্যক্তি এক্কেবারে ফিল্মি কায়দায় জ়োম্যাটোর এক ডেলিভারি এজেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। জ়োম্যাটো ডেলিভারি এজেন্টকে ব্যক্তির সেই অভিবাদন দেখেই নেটপাড়ার লোকজন খুব হাসাহাসি করছেন।

Zomato Agent Greeted: ঘণ্টাখানেক দেরি, আরতির থালা সাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জ়োম্যাটো ডেলিভারি এজেন্টকে, মন ভাল করা ভিডিয়ো
ওদেরও অভিবাদন জানানো যায়!

Follow Us

Viral Video Today: উৎসব মানে সকলের কাছেই আনন্দ, আলাদা উন্মাদনা! কিন্তু এই আনন্দোৎসবের সময় যাঁরা পরিবার-পরিজনের কাছে না গিয়ে, আপনার দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছে, তাঁদের কথাটা ভাবেন? যদি একটু দেরি হয়, তাহলে তো আবার মুখ ঝামটাও রয়েছে। উৎসবের মরসুমে মাত্রাতিরিক্ত যানজট, খাবারের দোকানগুলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন, এসব কিথু ভুলে যাই আমরা। এবার এক ব্যক্তি এক্কেবারে ফিল্মি কায়দায় জ়োম্যাটোর এক ডেলিভারি এজেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। জ়োম্যাটো ডেলিভারি এজেন্টকে ব্যক্তির সেই অভিবাদন দেখেই নেটপাড়ার লোকজন খুব হাসাহাসি করছেন।


সঞ্জীব ত্যাগী নামের এক ব্যক্তি ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাঁর সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। উৎসবের মরসুম শুরুর সময় বিশেষ ট্রিট হিসেবে হলদিরামের কাছ থেকে ছোলে ভাটুরে অর্ডার করেছিলেন তিনি। কিন্তু দিল্লিতে যানজটের কারণে তাঁর পৌঁছতে প্রায় এক ঘণ্টারও বেশি দেরি হয়।

এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই যে কারও মাথা গরম হয়ে যায়! আর সেই গরম হওয়া মেজাজের সঙ্গে যুঝতেই তিনি অন্য প্ল্যান করেন। আরতির থালা সাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জ়োম্যাটো ডেলিভারি এজেন্টকে। ওই ডেলিভারি বয়ের কপালে তিলক পরিয়েও দেন তিনি, যার জন্য তাঁকে হেলমেট খুলতে হয়।

ভিডিওটি 331k লাইক পেয়েছে। অজস্র মানুষ এই ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও কেউ কেউ আবার ভিডিয়োটি কতটা মজার ছিল সে সম্পর্কে লিখেছেন, অন্যরা ডেলিভারি এজেন্টের দেরি করার বিষয়টি এত হালকাভাবে নেওয়ার জন্য সঞ্জীবের প্রশংসাও করেছেন। করেছেন।

Next Article