Viral Video: ধর্মোপদেশক পরাস্ত করল একজন সশস্ত্র ব্যক্তিকে; নেট দুনিয়া তাঁকে সম্বোধন করল ‘রিয়েল হিরো’ বলে

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 10, 2021 | 6:03 PM

চার্চের মধ্যে হঠাৎ বন্দুক নিয়ে ভয় দেখালে আতঙ্ক জাগবে সবার মনেই। কিন্তু তার মধ্যেও এমন মানুষ থাকেন, যাদের বলা চলে 'রিয়েল হিরো'। এখানে সেই হিরো হলেন ওই চার্চের একজন যাজক, যিনি ওই সশস্ত্র ব্যক্তিকে অস্ত্র ছাড়াই পরাস্ত করেন। আর ওই যাজকের এই সাহসিকতা এখন ভাইরাল নেটদুনিয়ায়।

Follow Us

চার্চের মধ্যে হঠাৎ বন্দুক নিয়ে ভয় দেখালে আতঙ্ক জাগবে সবার মনেই। কিন্তু তার মধ্যেও এমন মানুষ থাকেন, যাদের বলা চলে ‘রিয়েল হিরো’। এখানে সেই হিরো হলেন ওই চার্চের একজন যাজক, যিনি ওই সশস্ত্র ব্যক্তিকে অস্ত্র ছাড়াই পরাস্ত করেন। আর ওই যাজকের এই সাহসিকতা এখন ভাইরাল নেটদুনিয়ায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল লাইট মিশন পেন্টেকোস্টাল চার্চে পরিষেবা হঠাৎ ব্যাহত করেন এক ব্যক্তি। বন্দুক নিয়ে উঠে পড়েন স্টেজে। তাঁকে পরাজয় শিকার করান ওই চার্চের যাজক ইজেকিয়েল এনডিকুমানা। এই মুহুর্তটি চার্চের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যখন সবাই বন্দুক দেখে আতঙ্কিত হয়ে গিয়েছিল তখন সাহসের সঙ্গে ওই যাজক ঝাঁপিয়ে পড়েছিলেন ওই সশস্ত্র ব্যক্তির ওপর।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, চার্চের পরিষেবা প্রায় শেষের দিকে তখন একজন ব্যক্তি উঠে স্টেজের দিকে যাওয়ার সময় সবার দিকে বন্দুক তাক করে রয়েছে। তখন অবস্থার মতিগতি বুঝতে পেরেছিলেন ওই যাজক এবং চুপচাপ বন্দুকধারীর পিছনে চলে গিয়ে তাকে মাটিতে পরাস্ত করেন।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

যাজক এনডিকুমানা নিউজচ্যানেল ৫-কে জানিয়েছেন যে, “তিনি দ্রুত হেঁটে বেদীর উপরে উঠে বন্দুক বের করেন।” “আমি এমন এক মুহুর্তে ছিলাম যেখানে আমি বিভ্রান্ত হয়ে গিয়ে ছিলাম বা বুঝতে পারিনি যে এই মাত্র কী ঘটছে। এবং তিনি আমাদের দিকে বন্দুক তাক করেছিলেন এবং আমি নিজেকে বলেছিলাম যে আমরা ইতিমধ্যে মারা গেছি।” যাজক জানতেন যে তাঁর দ্রুত কাজ করা দরকার। যাজক আরও বলেন, “হয় মারা যাওয়া অথবা তাকে ধরে নেওয়া যাতে সে কাউকে আঘাত না করে।”

ওই নিউজ ওয়েবসাইটটি থেকে জানা গিয়েছে, গির্জার যাজক আরও বলেছেন, যে ওই বন্দুকধারী ব্যক্তিটি চার্চের সমগ্র পরিষেবায় ওখানে ছিলেন এবং কেবল শেষের দিকে উঠে বন্দুকটি বার করে আমাদের দিকে তাক করেন। তিনি আরও বলেন যে, তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে কেউ আহত হয়নি।

এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেজির বাগান্ডা নামক ওই সশস্ত্র ব্যক্তি গির্জার সদস্য ছিলেন না, কিন্তু এর আগেও তিনি পরিষেবায় অংশ গ্রহণ করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে ১৫ টি অপরাধমূলক আক্রমণের অভিযোগ ইতিমধ্যেই আনা হয়েছে। যাজকের এই সাহসিকতার জন্য নেটপাড়া তাঁকে ‘রিয়েল হিরো’ বলে সম্বোধন করেছে।

আরও পড়ুন: আপনি কি স্ট্রিট ফুড লাভার? তাহলে গরম তেলে হাত ডুবিয়ে চিকেন ফ্রাই করা এই বিক্রেতাকে অবশ্যই চিনে নিন

আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে সিংহের মুখে পড়লেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়ুন: দুয়ারে স্পাইডারম্যান! সিউড়িতে বাসের দরজা ধরেই নেটিজেনদের ‘দিল’ চুরি করল স্পাইডি…

চার্চের মধ্যে হঠাৎ বন্দুক নিয়ে ভয় দেখালে আতঙ্ক জাগবে সবার মনেই। কিন্তু তার মধ্যেও এমন মানুষ থাকেন, যাদের বলা চলে ‘রিয়েল হিরো’। এখানে সেই হিরো হলেন ওই চার্চের একজন যাজক, যিনি ওই সশস্ত্র ব্যক্তিকে অস্ত্র ছাড়াই পরাস্ত করেন। আর ওই যাজকের এই সাহসিকতা এখন ভাইরাল নেটদুনিয়ায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল লাইট মিশন পেন্টেকোস্টাল চার্চে পরিষেবা হঠাৎ ব্যাহত করেন এক ব্যক্তি। বন্দুক নিয়ে উঠে পড়েন স্টেজে। তাঁকে পরাজয় শিকার করান ওই চার্চের যাজক ইজেকিয়েল এনডিকুমানা। এই মুহুর্তটি চার্চের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যখন সবাই বন্দুক দেখে আতঙ্কিত হয়ে গিয়েছিল তখন সাহসের সঙ্গে ওই যাজক ঝাঁপিয়ে পড়েছিলেন ওই সশস্ত্র ব্যক্তির ওপর।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, চার্চের পরিষেবা প্রায় শেষের দিকে তখন একজন ব্যক্তি উঠে স্টেজের দিকে যাওয়ার সময় সবার দিকে বন্দুক তাক করে রয়েছে। তখন অবস্থার মতিগতি বুঝতে পেরেছিলেন ওই যাজক এবং চুপচাপ বন্দুকধারীর পিছনে চলে গিয়ে তাকে মাটিতে পরাস্ত করেন।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

যাজক এনডিকুমানা নিউজচ্যানেল ৫-কে জানিয়েছেন যে, “তিনি দ্রুত হেঁটে বেদীর উপরে উঠে বন্দুক বের করেন।” “আমি এমন এক মুহুর্তে ছিলাম যেখানে আমি বিভ্রান্ত হয়ে গিয়ে ছিলাম বা বুঝতে পারিনি যে এই মাত্র কী ঘটছে। এবং তিনি আমাদের দিকে বন্দুক তাক করেছিলেন এবং আমি নিজেকে বলেছিলাম যে আমরা ইতিমধ্যে মারা গেছি।” যাজক জানতেন যে তাঁর দ্রুত কাজ করা দরকার। যাজক আরও বলেন, “হয় মারা যাওয়া অথবা তাকে ধরে নেওয়া যাতে সে কাউকে আঘাত না করে।”

ওই নিউজ ওয়েবসাইটটি থেকে জানা গিয়েছে, গির্জার যাজক আরও বলেছেন, যে ওই বন্দুকধারী ব্যক্তিটি চার্চের সমগ্র পরিষেবায় ওখানে ছিলেন এবং কেবল শেষের দিকে উঠে বন্দুকটি বার করে আমাদের দিকে তাক করেন। তিনি আরও বলেন যে, তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে কেউ আহত হয়নি।

এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেজির বাগান্ডা নামক ওই সশস্ত্র ব্যক্তি গির্জার সদস্য ছিলেন না, কিন্তু এর আগেও তিনি পরিষেবায় অংশ গ্রহণ করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে ১৫ টি অপরাধমূলক আক্রমণের অভিযোগ ইতিমধ্যেই আনা হয়েছে। যাজকের এই সাহসিকতার জন্য নেটপাড়া তাঁকে ‘রিয়েল হিরো’ বলে সম্বোধন করেছে।

আরও পড়ুন: আপনি কি স্ট্রিট ফুড লাভার? তাহলে গরম তেলে হাত ডুবিয়ে চিকেন ফ্রাই করা এই বিক্রেতাকে অবশ্যই চিনে নিন

আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে সিংহের মুখে পড়লেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়ুন: দুয়ারে স্পাইডারম্যান! সিউড়িতে বাসের দরজা ধরেই নেটিজেনদের ‘দিল’ চুরি করল স্পাইডি…

Next Article