Viral Video: দুয়ারে স্পাইডারম্যান! সিউড়িতে বাসের দরজা ধরেই নেটিজেনদের ‘দিল’ চুরি করল স্পাইডি…

সিউড়ির এই ঘটনা দারুণভাবে উপভোগ করেছেন পথচলতি মানুষ। শিশুরা, পড়ুয়ারা রাস্তা পারাপারের সময় এই ঘটনা দেখে অত্যন্ত মজা পেয়েছে। অনেকেই ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন।

Viral Video: দুয়ারে স্পাইডারম্যান! সিউড়িতে বাসের দরজা ধরেই নেটিজেনদের 'দিল' চুরি করল স্পাইডি...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 3:34 PM

৯০-এর দশকের যেকোনও বাচ্চার কাছে মার্ভেল ডিসির আগেও ছিল স্পাইডার ম্যান। স্পাইডার ম্যান ওরফে পিটার পার্কার পৃথিবীখ্যাত একটা পছন্দের চরিত্র। স্পাইডার ম্যানকে চেনে না বা জানে না এমন ছেলে বা মেয়ের সংখ্যাও বিরল। এখন এই স্পাইডার ম্যানের মতো হতে অনেকে চেয়েছেন ঠিকই, অনেকে আবার বায়না করে এসেছে একবার যাতে স্পাইডার ম্যানের সঙ্গে দেখা হয়ে যায়। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল অনেকের। বাসের ওপর চড়ে বসেছে স্পাইডার ম্যান।

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা ভিডিয়ো হয়তো আপনার চোখ এড়িয়ে গিয়েছে, কিন্তু সিউড়ির মানুষরা চেয়েও এই ঘটনা ভুলতে পারবেন না। আর চাইবেনই বা কেন, এরকম এক রোমাঞ্চকর ঘটনা প্রতিদিন তো ঘটে না। ‘রোজ কত কি ঘটে যাহা তাহা’ আর এমনটাই সত্যি হল এবার।

ভিডিয়োটি দেখুন:

হঠাৎই এক যুবক স্পাইডার ম্যানের বেশে নিজেকে সাজিয়ে সিউড়ির বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়াতে শুরু করেন। মাঝে মধ্যে তাঁকে দেখা যায় বাসের ছাদে, তো আবার কখনও তিনি বাসের দরজা ধরে ঝুলে আছেন। এমন কাণ্ডের কারণ কী? সে বিষয়ে কিছুই জানা যায় নি। অজ্ঞাত পরিচয় এই যুবককে এর আগে দুর্গাপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতেও দেখা গিয়েছিল।

সিউড়ির এই ঘটনা দারুণভাবে উপভোগ করেছেন পথচলতি মানুষ। শিশুরা, পড়ুয়ারা রাস্তা পারাপারের সময় এই ঘটনা দেখে অত্যন্ত মজা পেয়েছে। অনেকেই ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। এভাবেই ভাইরাল হয়ে গেলেন অজ্ঞাতনামা এই স্পাইডি।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?