Viral Video: নতুন এই দম্পতি বিয়ে করে ফিরছে না কি মিছিলে হাঁটছে বোঝাই যাচ্ছে না, দেখুন ভিডিয়ো…
মজার এই ভিডিয়োটি শেয়ার করেছেন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার রুপিন শর্মা। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে বর-কনের স্টাইল দেখে মানুষ হাসছে। নানা ধরনের খোরাকের কমেন্টও করছে।
বিয়ের দিন যে কোনো ছেলে মেয়ের জন্যই খুব স্পেশাল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মানুষ অনেক কিছুই করে থাকে। আর সেই অনেক কিছুর মাঝেই কখনও কখনও মানুষ এমন অদ্ভুত জিনিস করে বসে যে সেই কাণ্ডগুলো স্মরণীয় থেকে যায়। এই ধরনের ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। যা নেটিজেনরা ভীষণভাবে উপভোগ করেন। এই ভিডিয়োগুলো এতটাই মজার হয় যে দেখলে মানুষের দিন ভাল যায়। বিয়ের এমনই একটি ভিডিয়ো সম্প্রতি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ভিডিয়োটি দেখুন:
Gareeb ki shaadi…..?☺️
But
NO COMPROMISE ☺️☺️☺️??@hvgoenka @RKharmujai @anirban1970 pic.twitter.com/dVkv5SbrYk
— Rupin Sharma IPS (@rupin1992) November 9, 2021
মজার এই ভিডিয়োটি শেয়ার করেছেন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার রুপিন শর্মা। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে বর-কনের স্টাইল দেখে মানুষ হাসছে। নানা ধরনের খোরাকের কমেন্টও করছে। কারণ, দুজনেই একেবারে একটা মিছিল নিয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। দেখা যাচ্ছে কিছু লোক নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। বর-কনে মাঝখানে এবং মিছিল পিছনে আসছে তাদের সঙ্গে। কিন্তু, যেভাবে মিছিলটা এগোচ্ছে সেটা অবাক করেছে মানুষকে।
ভিডিয়োটি দেখে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন মানুষ এই ভিডিয়োতে অনেকরকমের মজা করছে। টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করে আইপিএস রুপিন শর্মা লিখেছেন, ‘গরিবের বিয়ে… কিন্তু কোনো আপস নয়।’ এই ভিডিয়োটি এখন পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে একজন ইউজার লিখেছেন, ‘গরিব-ধনীর জন্য আবেগটা সমান’। একজন লিখেছেন, ‘এটাই আসল বিয়ের অনুষ্ঠান’।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?